রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ১২ বিজিবির ব্যবস্থাপনায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
১২ বিজিবির ব্যবস্থাপনায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
বরকল প্রতিনিধি :: আজ ২৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় সেক্টর কমান্ডার বিজিবি বান্দরবান, রাঙামাটি এবং ডিআইজি বিএসএফ, আইজল সেক্টর, ভারত এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের অভ্যন্তরে ১৩১ বিএসএফ ব্যাটালিয়ন এর অধিনস্থ বিন্দাছড়া নামক স্থানে অনুষ্ঠিত হয়।
সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ, সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়। এছাড়াও সার্বক্ষণিক সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকার কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয় পক্ষ একমত পোষণ করেন। সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি বান্দরবান এর সেক্টর কমান্ডার কর্নেল মো. কোরবান আলী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী কুলদীপ সিং। এছাড়া বাংলাদেশের পক্ষে বিজিবি বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সাইদুর রহমান ওসমানী, ওএসপি, পিএসসি সহ ৫ জন অফিসার এবং বিএসএফ এর পক্ষে ৭ জন অফিসার এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সমন্বয় সভাটি আজ সাড়ে ৩টায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।