রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
বিশ্বনাথে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সকলকেই সাথে নিয়ে এলাকার উন্নয়ন করে যেতে চাই ৷ আমি নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম নির্বাচিত হলে রাস্তা পাকাকরণ না করে সত্পুর এলাকায় আসবো না ৷ আজ আমি আমার ওয়াদা পালন করেছি ৷ তিনি বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে ৷ সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে বাকি ৩ বছর মেয়াদের মধ্যে সকল উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে ৷ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপার মনোনীত লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে রায় দিতে দলমত নির্বিশেষে সকলকের প্রতি আহবান জানান ৷
তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সত্পুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ‘নয়া সত্পুর হতে মনাইকান্দি পর্যন্ত প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷
এলাকার মুরবি্ব ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সহল আল রাজী চৌধুরী৷ বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বারী মেম্বার, মুরবি্ব বদর উদ্দিন ৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আলী আকবর ও মানপত্র পাঠ করেন সত্পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক ৷ এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক মনোহর আলী, একেএম দুলাল, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, এলাকার মুরবি্ব হাজী মখলিছুর রহমান ও জাপা নেতা সুহেল তাজ প্রমুখ ৷