সোমবার ● ১ মার্চ ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » রশীদপুরে সড়কে কাফনের কাপড় পড়ে কর্মসূচি পালন
রশীদপুরে সড়কে কাফনের কাপড় পড়ে কর্মসূচি পালন
মো. আবুল কাশেম, ষ্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার তিন উপজেলার সীমান্তবর্তী সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরের ঘন ঘন সড়ক দূর্ঘটনা বন্ধে ও ৫ দফা দাবিতে কাপনের কাপড় পরে আজ রবিবার ২৮ ফেব্রুয়ারি রশীদপুর চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা। কর্মসূচিতে একাত্বতা পোষণ করে নিজ নিজ ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিশ্বনাথ ইসলামি ছাত্রসংস্থা, মানবসেবা রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন, মানবতার ঘর, রাজ সংগীতালয় ও বাচাঁও হাওর আন্দোলন।
কর্মসূচির পূর্বে আলোচনা সভা সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাপা’র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সিলেট অনলাইন মিডিয়ার সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান হাবিব, বাচাঁও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-তথ্য ও গভেষনা সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভু, চাউলধণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলতাব হোসেন, ডাক্তার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, দক্ষিণ সুরমার দলিল লেখক শহিদ আলী, সিলেট জেলা পরিবহন শ্রমিক নেতা আব্দুল হাকিম, নাসিং হোমের ডাইরেক্টর সফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলার পদপ্রার্থী ইমরান আহমদ সুমন, বিশ্বনাথ ইসলামি ছাত্র সংস্থার সভাপতি আবুল কাশেম, মানবতার ঘরের উদ্যোক্ত ইকবাল হোসেন, মিয়াদ আহমদ, মুহিন আহমদ নেপুর, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক এসবি সেবু, মানবসেবা রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা রশীদপুরে তিন রাস্তা মুড়ে গোলচত্বর নিমার্ণ, ট্রাফিক পুলিশ, ডিবাইস রাস্তা, স্পীড ব্রেকার ও সড়ক বাতি স্থাপনের দাবি তুলে ধরা হয়। এসব দাবি না মানা হলে পরবর্তীতে তিনটি উপজেলা নিয়ে কঠোর কর্মসূচির ঢাক দেয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, শেখ ফজর রহমান, পারভেজ হক মোহন, সংগঠক আনহার বিন সাঈদ, আনোয়ার হোসেন রাজ, হেলাল আহমদ, ফয়ছল আহমদ, জামাল উদ্দিন, আজিজুর রহমান, বকুল আহমদ, আমিনুল ইসলাম, সাব্বির আহমদ, আবুল হোসেন, সাইদুল ইসলাম, বদরুল আমিন, সুজিত দে, জুয়েল আহমদ, হোসাইন রাফি ও আব্দুস সালাম প্রমুখ।