রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পরবাস » বিশ্বনাথে গণসংবর্ধনা
বিশ্বনাথে গণসংবর্ধনা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার বিকেলে প্রবাসীদেরকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে৷ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, জেনারেল কমিটি ও শিৰার্থীদের যৌথ উদ্যোগে ওই সংবর্ধনা সভায় আয়োজন করা হয়৷ এতে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ফাউন্ডার ডাইরেক্টর আকিকুর রহমান বাদশা ৷
সংবর্ধনা সভায় প্রবাসীরা বক্তারা বলেন, বাঙালীরা হাঁসতে জানে, কাঁদতে জানে না ৷ তাই আজ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালীরা নিজ যোগ্যতায় গুরম্নত্বপূর্ন আসন অধিষ্ঠিত করেছেন৷ তাঁরা আরোও বলেন, শিৰিত জাতিই পারে উন্নয়নের চরম শিকড়ে পৌছাতে ৷ তাই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকের শিক্ষার্থীদেরকেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে ৷ এজন্য জীবনকে উপভোগের মধ্য দিয়েই শিক্ষার্জন করতে হবে সবাইকে ৷
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মশরফ আলী’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবদুল হান্নান’র সঞ্চালনায় সংবর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন এঙ্পোজার ডেভলাপম্যান্ট লিমিটেড ইউকের চেয়ারম্যান আবদুল মালিক, গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট ইউকের সাবেক চেয়ারম্যান মনছব আলী জেপি, যুক্তরাজ্যের নেস্টন টাউন কাউন্সিলের কাউন্সিলার আবদুল কাদির জিলানী, যুক্তরাষ্ট্রের হেইল্ডেন কাউন্সিলের কাউন্সিলর তাহছিনা আহমেদ, বার্নস উইক সনিক মারগুয়ান, শাহজালাল মসজিদ কমিটির সভাপতি জুবায়ের আহমদ, যুক্তরাজ্যের নর্থ-ওয়েস্ট প্রতিনিধি চ্যানেল-এস সৈয়দ সাদেক আহমদ, ম্যানচেষ্টার জিএমবি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান, দশঘর নিজামুল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি আজাদ উদ্দিন, আজিম উদ্দিন আজির, যুক্তরাজ্য প্রবাসী আছকির আলী ৷
বক্তব্য রাখেন বিদ্যালয়ের জেনারেল কমিটি সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, সহকারী প্রধান শিৰক রায়হান মিয়া ৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র রুহান আহমদ, গীতাপাঠ করেন ছাত্রী পিংকি রাণী ও করিম সংঙ্গীত পরিবেশনা করেন নীলা রাণী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মান্নান, হাজী জালাল উদ্দিন, এলাকার মুরব্বী আবদুর রহিম মেম্বার, জেনারেল কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাসুক উদ্দিন, সংগঠক এখলাছুর রহমান, মাসুক উদ্দিন, ইমাম উদ্দিন, আবদুস সোবহান, ওলিউর রহমান, তারেকুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের ও রুহেল উদ্দিন প্রমুখ ৷