মঙ্গলবার ● ২ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » পুকুরে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
পুকুরে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজানে পুকুরে ডুবে মারিয়া আকতার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হামজার পাড়ার ইব্রাহিম মিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। মারিয়া ওই এলাকার আরব আমিরাত প্রবাসী গিয়াস উদ্দিন টিপুর কন্যা। নিহত শিশুর চাচা মঈন উদ্দিন বলেছেন আমাদের ঘরের সবাই দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিল। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোজাখুজি করে তার দেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাউজানে প্রবাসী স্বামীর আত্মহত্যা
রাউজান :: স্ত্রী তালাক দেওয়ার পর রাউজানের প্রবাসী স্বামী আলমগীর(২৫)। বার বার চেষ্টা করেছিলেন স্ত্রীকে নিজের ঘরে ফিরে এনে আবার সংসার সাজাতে। প্রথম দফায় সামাজিক বৈঠকে বিচারকদের মধ্যস্থতায় তিনি এব স্ত্রীর সাড়া পেলেও দ্বিতীয় দফায় দেয়া তালাক পেয়ে রাগ অভিমান আর ক্ষোভে ফাঁসীতে ঝুলে আত্মহত্যার পথ বেঁচে নিলেন এই প্রবাসী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার থেকে রাউজান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গহিরা এলাকায় বিল্লাল মিয়ার নতুন বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার প্রয়াত জুহুরুল ইসলাম প্রকাশ বিল্লাল মিয়ার পুত্র। জানা যায়, গত আড়াই বছর আগে আলমগীরের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় ডাবুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জনৈক প্রয়াত মোহাম্মদ হোসেন এর কন্যা জেরিন আকতারের। বিয়ের তিনমাস পর দুবাই চলে যায় আলমগীর। গত ৮মাস আগে করোনা পরিস্থিতিতে তিনি দেশে ফিরে এসে অর্থনৈতিক সমস্যায় পড়েন। এরপর থেকে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে টানাপোড়ন। এই ধরণের অশান্তির মধ্যে জেরিন একবার স্বামীকে তালাক দিয়ে স্বামীর ঘর ছেড়ে যায়। অন্যায় ভাবে স্ত্রীর তালাকে তখন ক্ষুদ্ধ স্বামী আলমগীর এই নিয়ে ডাবুয়া ইউনিয়ন পরিষদে নালিশী বৈঠক করে। ওই সময় স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী দুই পক্ষের বক্তব্য জেনে জেরিনকে তালাক প্রত্যাহার করে নিতে বলে। দুজনকে শরিয়তের বিধান অনুসারে তওবা করিয়ে জরিনকে আবার স্বামী ঘরে পাঠায়। প্রায় তিন মাস আগে আবারও জেরিন স্বামীর সাথে রাগারাগী করে বাপের বাড়িতে চলে যায়। সেখান থেকে দ্বিতীয় বারের মত স্বামীকে তালাক দেয়ার নোটিশ পাঠায়। এই ঘটনায় বিচলিত হয়ে পড়া স্বামী আলমগীর স্ত্রীর প্রতি রাগ,ক্ষোভ অভিমানে গতকাল মঙ্গলবার নিজের শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন,‘ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে।