শনিবার ● ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » লক্সফোর্ড এবং সেভেন কিংস কাউন্সিল উপ নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী অহিদ উদ্দিন
লক্সফোর্ড এবং সেভেন কিংস কাউন্সিল উপ নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী অহিদ উদ্দিন
সংবাদ বিজ্ঞপ্তি :: মে-২০২১ সালে অনুষ্ঠেয় লক্সফোর্ড এবং সেভেন কিংস কাউন্সিল উপনির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটরা তাদের প্রার্থী মনোনীত করেছে।
রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস-এর প্রেস অফিসার মি. মার্টিন. রোসনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ অহিদ উদ্দিন লক্সফোর্ডে আমাদের প্রার্থী। মোহাম্মদ ২০১৫ সাল থেকে রেডব্রিজে বসবাস করছেন এবং ৪০ বছরেরও বেশি সময় ধরে কমিউনিটি নেতা এবং সমাজকর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বর্তমানে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (স্বেচ্ছাসেবী বাংলাদেশী সংস্থা) সভাপতি। একজন প্রতিশ্রুতিশীল লিবারেল ডেমোক্র্যাট মোহাম্মদ বলেছেন, “আমি বিশেষত লক্সফোর্ডের পরিবেশগত উন্নয়নে নিজেকে জড়িত করতে চাই। কারণ লক্সফোর্ড বছরের পর বছর ধরে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুক্ষিণ হয়ে আছে ।”
মোহম্মেদ বলেন, এখানে অনেক কাজ করা দরকার। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের আবাসন ও সামাজিক পরিষেবা নিশ্চিতকল্পে আমি কাজ করতে আগ্রহী। এ ক্ষেত্রে আমার ভাষাগত দক্ষতা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ রক্ষায় সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রেডব্রিজের সেভেন কিংসে প্রার্থী করা হয়েছে নাভিদ আকবরকে। তিনি ২০০০ সাল থেকে রেডব্রিজে বসবাস করছেন এবং কমিউনিটির জন্য প্রচুর কাজ করেছেন।
তিনি বলেন, “আমি সেভেন কিংসের জনগণের জন্য একটি উন্নত সমাজ গঠনে সাহায্য করার প্রত্যয় নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি এই অঞ্চলে স্থানীয়ভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং জনগণকে তাদের প্রভাবিত ইস্যুগুলি নিয়ে বক্তব্য রাখার অবাধ সুযোগ সৃষ্টি করতে চাই।
মি. নাভিদ বলেন, এটি একটি অত্যন্ত হতাশার বিষয় যে, এই লেবার কাউন্সিল ধারাবাহিকভাবে স্থানীয় জনগণের কথা বলা বা তাদের পরামর্শ দেওয়ার সুযোগ হ্রাস করেছে । সুতুরাং এই বিষয়টি অবশ্যই পরিবর্তন করতে হবে। পাশাপাশি এই সমাজে প্রচুর সামাজিক কাজ করা প্রয়োজন বলে নাভিদ মনে করেন।
তিনি বলেন, বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্যে লেবার শাসিত এই কাউন্সিলের যা যা করণীয় ছিল তারা সেসব করতে ব্যর্থ হয়েছে বলে লিবারেল ডেমোক্রেটরা মনে করে।
উল্লেখ্যোগ্য যে, নাভিদ কমিউনিটিতে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে বহু পুরষ্কার অর্জন করেছেন। এছাড়া নাভিদ একজন সাংবাদিক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস -এর চেয়ারম্যান গ্যোনিথ ডেকিনস বলেছেন: “সংখ্যাগরিষ্ঠ লেবার প্রশাসনের অধীনে যা করা হয়েছে তার চাইতে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি।
তিনি বলেন আমরা স্থানীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। রেডব্রিজের পরিবেশ উন্নত করতে চাই। উদাহরণস্বরূপ বলা যায়, উন্নত আবাসনের জন্য নতুন একটি মানদন্ড নির্ধারণ করা হবে।
এই কঠিন সময়ে স্থানীয় জনগণের কল্যাণে আরও অনেক কিছু করার লক্ষ্য আমাদের আছে বলে মি. ডেকিনস উল্লেখ করেন। “