সোমবার ● ১৫ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা » খেতাব বাতিলের তৎপরতা সরকারের হীনমন্যতা ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ : সাইফুল হক
খেতাব বাতিলের তৎপরতা সরকারের হীনমন্যতা ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য রাষ্ট্রীয় প্রদত্ত খেতাব বাতিরের তৎপরতা সরকারের হীনমন্যতা ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এই ধরনের অপতৎপরতা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গৌরবগাঁথাকেই কেবল ছোট করবে। তিনি বলেন, রাজনৈতিক সমীকরণের হিসাব নিকাশ ও সরকারের বিরুদ্ধে জনগণের পুঞ্জিভূত ক্ষোভকে পাশ কাটাতেই মুক্তিযোদ্ধা কাউন্সিল দিয়ে বিতর্কিত ও অগ্রহণযোগ্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এই ধরনের তৎপরতা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার সামিল। তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করলেও এই সংগ্রাম ছিল মুষ্টিমেয় দালাল ও বেঈমান ছাড়া সাড়ে সাত কোটি মানুষের হার না মানা গণযুদ্ধ। জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম ও যৌথ নেতৃত্বেই এই লড়াইয়ে আমাদের জনগণ বিজয়ী হয়েছে। জনগণের এই বিজয়কে হেয় ও কালিমালিপ্ত করার সুযোগ করেই। এই ধরনের তৎপরতা মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা হিসাবেই চিহ্নিত হবে।
আজ সোমবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের ঢাকাস্থ সদস্যদের সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব ইফতেখার আহমেদ বাবু, শেখ আব্দুন নূর, আকবর খান, সৈয়দ হারুন অর রশীদ, শহীদুল ইসলাম মুকুল, আবদুল মোনেম, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।
সভায় সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষ থেকে ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ এবং ২৬ মার্চ বিকালে আশুলিয়ায় শ্রমিক গণসমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়।