বুধবার ● ১৭ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী পালন
বান্দরবানে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী পালন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড এবং সেনা রিজিয়নের সদরদপ্তরের আয়োজনে ১০১টি বেলুন উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২১ পালন করা হয়েছে। আজ বুধবার ১৭মার্চ সকালে বান্দরবান সদর সেনা জোনের মাঠে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাে. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।
পরে সেনা জোনের মাঠ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এছাড়াও বান্দরবান সেনানিবাসের সকল মসজিদে বিশেষ মােনাজাত, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর আলােচনা করা হয় এবং সেনানিবাসের প্রবেশপথসহ আশপাশের এলাকাসমূহ আলােকসজ্জা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন এর মাধ্যমে সজ্জিত করা হয়।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, রিজিয়নের জিটুআই মেজর মো. এরশাদ উল্লাহ”সহ বান্দরবান সেনানিবাসের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও অন্যান্য সেনা সদস্য বৃন্দ।