বৃহস্পতিবার ● ১৮ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কুড়িয়ে পাওয়া লাখ টাকার সোনার হার ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক
কুড়িয়ে পাওয়া লাখ টাকার সোনার হার ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালীর অটোরিক্সা চালক চাঁন কাজি হাজী বাড়ির ইসমাইল হোসেন। তিনি কুড়িয়ে পাওয়া দেড় ভরি ওজনের সোনার হার ফিরিয়ে দিয়েছেন সোনার হারের মালিককে।
মঙ্গলবার ১৬ মার্চ সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের নন্দী গ্রামের দুবাই প্রবাসি আবদুল মোতালেব শাহীনের স্ত্রী রুমা তালুকদার ঝুলনপোল বাজারে এলে অসাবধানতাবশত লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের সোনার হারটি হারিয়ে যায়। বাজার করে বাড়ি ফিরে যাওয়ার পর দেখেন সোনার হারটি নেই তিনি আবার বাজারে এসে পাগলের মত সোনার হারটি খুঁজতে থাকেন।
ঝুলনপোল বাজারের পূর্বপ্রান্তের ব্রীজের পশ্চিম পাশে অটোরিক্সা চালক ইসমাইল হোসেন সোনার হার পেয়ে উপযুক্ত মালিক পেলে দেওয়া হবে বলে পাশ্ববর্তী ফার্মেসী মালিক শরিফকে জানিয়ে রাখেন। সকাল সাড়ে ১১ টায় প্রবাসীর স্ত্রী রুমা তালুকদার উপযুক্ত প্রমাণ দিলে অটোরিক্সা চালক সোনার হার ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। অটোরিক্সাচালক ইসমাইল হোসেন জানান, গত ৪ মাস যাবত তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।ইতিপূর্বে তিনি কুয়েতে ছিলেন। করোনা পরিস্থিতিতে চাকুরী হারিয়ে দেশে এসে অটোরিক্সা চালানো শুরু করেন। যার সোনার হার তাকে দিতে পেরে খুশি ইসমাইল। অন্যের জিনিসের প্রতি লোভ নেই বলেও জানান তিনি। প্রবাসীর স্ত্রী রুমা তালুকদার জানান, বর্তমান সমাজে এখনো ভালো মানুষ রয়েছে তার অন্যতম উদাহরণ অটোরিক্সা চালক ইসমাইল। তিনি চাইলে সোনার হার নাও দিতে পারতেন।
আমি তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কৃত করেছি।
কাটাছরা ইউনিয়নের কৃষকলীগ নেতা সেলিম উদ্দিন খাঁন বলেন, ইসমাইলের সততার এই দৃষ্টান্ত তরুণ প্রজন্মের জন্য আদর্শের প্রতীক হয়ে থাকবে। অটোরিক্সা চালক ইসমাইল যে সততা দেখিয়েছে তাতে তারা সত্যিই মুগ্ধ। বর্তমান সময়েও যে সৎ মানুষ আছে তার প্রমাণ রাখে ইসমাইলের মত মানুষ।