শুক্রবার ● ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুরে গুড়িয়ে দেওয়া হলো ৯ টি অবৈধ ইটভাটা
মহেশপুরে গুড়িয়ে দেওয়া হলো ৯ টি অবৈধ ইটভাটা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুরে গুড়িয়ে দেওয়া হয়েছে ৯ টি অবৈধ ইটভাটা। ১৮ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদফতর। খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের অভিযোগ মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা। যার নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুন। এসময় উপজেলার নেপা গ্রামের সোহাগ ব্রিকস, মাসুম ব্রিকস, শ্যামকুড় এলাকার সীমান্ত ব্রিকস, রাফি ব্রিকস, গুড়দাহ এলাকার বিশ্বাস ব্রিকস, জলিলপুরের র্যাডো ব্রিকস, হুদা মোড়ের মিলন সিটি ব্রিকস, কাজীরবেড় এলাকার রুমা ব্রিকস ও সলেমানপুরের ভাই ভাই ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় তৈরি কাঁচা ইট রোলার মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার, সহকারী পরিচালক হারুন অর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।