শনিবার ● ২০ মার্চ ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঋণ খেলাপীসহ কাগজপত্রে ক্রটি থাকায় ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচনের দায়িত্বে থাকা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো.আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
যাচাই বাছাইয়ে বৈধ মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র মো.লিয়াকত আলী তালুকদার,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আফজাল হোসেন রানা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র প্রার্থী মো.হাবিবুর রহমান। স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানার মনোনয়নপত্রে ক্রটি দেখিয়ে নৌকার প্রার্থী পক্ষের আইনজীবীরা আপত্তি তুললেও তা বৈধ ঘোষনা করা হয়।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় আগামী ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে ঋণ খেলাপি থাকায় সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের একমাত্র প্রার্থী হাফিজ আল মাহমুদ,কাগজপত্রে ত্রুটি থাকায় ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মজিবুর রহমান ও ফরিদ হোসেন,৭নম্বর প্রয়ার্ডের প্রার্থী শহিদুল ইসলাম,৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ,সাংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সেফালী আক্তার ও চম্পা গোস্বামীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন।
অন্যদিকে ২নম্বর ওয়ার্ডের একমাত্র কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ আল মাহমুদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ওই ওয়ার্ডের কোন প্রার্থী না থাকার বিষয় পরবর্তীতে সিন্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়াও ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী তরুণ কর্মকারের মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানাগেছে।
উল্লেখ্য. গত বৃহস্পতিবার মেয়র পদে ৩জন,৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১১ এপ্রিল ইভিএম এর মাধ্যমে পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডে ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ৩৯ হাজার ৬৩৬ জন। এর মধ্যে ২০ হাজার ১৬০ জন নারী ও ১৯ হাজার ৪৭৬ জন পুরুষ ভোটার রয়েছে।