রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া শুরু
রাঙামাটিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া শুরু
ষ্টাফ রিপোর্টার :: (২৮ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৫.৩১মিঃ) রাঙামাটিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে৷ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা শিশু একাডেমীর সম্মেলনকক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন৷
এ সময় রাঙামাটি জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী এবং মোঃ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন৷
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত্৷ লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে৷ এজন্য শিক্ষকদের পাশাপাশি শিশুর অভিভাবকদের সচেতন হতে হবে৷ তিনি বলেন, প্রতিটি শিশুর মাঝে কোন না কোন সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে৷ এদের প্রতিভা বিকশিত করতে সকলকে সহযোগিতা করতে হবে৷
তিনি আরও বলেন, আজ যে শিশুরা উপজেলা থেকে বিজয়ী হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা বিভাগ এবং আগামীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে৷ এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের এবং জেলার সুনাম অর্জন করতে হবে৷
পরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়৷