বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে জাতীয় গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবানে জাতীয় গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৫ মার্চ সকালে বান্দরবান জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট (কেএসআই)এর মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈহ্লা মারমা।
এসময় বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাতে গণহত্যার মাধ্যমে রাজাকার-আলবদররা স্বাধীনতায় বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। সভায় বক্তারা বান্দরবানের রাজাকারদের তালিকা অনুযায়ী বিচার করার দাবি জানান।
এতে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কায়ছার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, বান্দরবানের প্রবীণ শিক্ষক দীপ্তি কুমার বড়ুয়া, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, সিংয়ং ম্রো, লক্ষ্মী পদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।