শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » নাটোর » নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
নাটোর প্রতিনিধি :: বাংলাদেশের ৫০ বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৬শে মার্চ শুক্রবার সকালে শহীদ মিনারে ৩০ লক্ষ্য শহীদ ও ২ লক্ষ্ সভ্রম হারা মা বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাটোর জেলা কমিটি সহ সর্বস্তরের জনগণ ।
এছাড়া বাংলাদেশ বিপ্লবী কৃষক সংহতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটি , উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতি, কমরেড দেবেন সিকদার জাতীয় স্মৃতি পরিসদ, বাংলাদেশ গণ যোগাবযোগ পার্টি, শ্রমিক সংগঠন ,নারী সংগঠন, বাংলাদেশর মুক্তযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সার্বজনীন উদযাপন জাতীয় কমিটি ২০২১, নাটোর জেলার নানা সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবি সংগঠনসহ সরকারি-বেসরকারি ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধ বাংলাদেশ, বাংলাদেশের ৫০ বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দেশের সার্বিক পরিস্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য ও আখচাষী নেতা সোলাইমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টীর পলিট ব্যুরোর সদস্য ,বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটিও কমরেড দেবেন সিকদার জাতীয় স্মৃতি পরিসদের সভাপতি,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিসদের কেন্দ্রীয় সদস্য কমরেড আনছার আলী দুলাল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টীর সংগঠকও কৃষক নেতা শহীন আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও শ্রমিক নেতা আকরাম হোসেন , কৃষক- শ্রমিক - কর্মচারী সংগঠনের অন্যতম নেতা ইব্রাহিম হোসেন লিটন ,নারী নেত্রী ছাবিনা ইয়াসমিন, ছাত্র নেতা মিজ পৃথিবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আনছার আলী দুলাল বলেন-সাম্য, মানবিক মর্যদা,সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা , কৃষক - কৃষিও শিল্প রক্ষা,অথনৈতিক মুক্তি এবং উন্নয়ন সহ যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিতত হয়েছিল স্বাধীনতার ৫০ বছরেও দেশ ও জাতি মুক্তিযুদ্ধের আখাংকার জায়গায় পৌঁছাতে পারেনি।
তিনি স্বাধীনতার ৫০ বছরে দাড়িয়ে সুবর্ণ জয়ন্তীর এই সন্ধীক্ষনে মুক্তিযুদ্ধের সেই লক্ষ্যে পৌঁছার জন্য জাতিকে ঐক্য বদ্ধ হওয়ার আহব্বান জানান।