শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » বায়তুল মোকাররম এলাকায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত-৬০
বায়তুল মোকাররম এলাকায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত-৬০
অনলাইন রিপোর্ট :: রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দ্য ডেইলি স্টারের দুই ফটোসাংবাদিকসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ডেইলি স্টারের সংবাদদাতা জানিয়েছেন, আজ জুমার নামাজের পর বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের প্রতিবাদে স্লোগান দিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করেন। পরে পুলিশ তাদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। সেসময় পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি স্টারের ফটোসাংবাদিক আমরান হোসেন ও প্রবীর দাশ গুরুতর আহত হন। এ ঘটনায় একাত্তর টেলিভিশনের এক সাংবাদিকও আহত হয়েছেন। এ ঘটনায় মোট অন্তত ৬০ জন আহত হয়েছেন।
ডেইলি স্টারের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংবাদদাতা জানান, এই সংঘর্ষের ঘটনায় ডেইলি স্টারের দুই ফটোসাংবাদিকসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছেন। অনেকে এখনো ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালে তাদের চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি কিংবা কাউকে আটকও করা হয়নি। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। কিন্তু, কতজন তা এখনই বলা যাচ্ছে না।’