শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রাজস্থলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলায় রাজস্থলীতে আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সহ সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের এক ব্যাপী রাজস্থলী সীমিত আকারে এক কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যদায় স্বাস্থ্য বিধি মেনে দিবস টি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৬ শে মার্চ শুক্রবার সকাল ৮ টায় রাজস্থলী অবস্থিত স্বাধীনতা সোপানে রাজস্থলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এর পর পুলিশ প্রাশাসন, রাজস্থলী প্রেস ক্লাব, আনসার বাহিনী, উপজেলা আ,লীগ, ছাত্রলীগ, প্রাথমিক শি ক্ষক সমিতি , সরকারী হাই স্কুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিনস্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে রাজস্থলী উপজেলা প্রশাসন সরকারি মাঠে সিমীত আকারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।পরবর্তীতে উপজেলা প্রশাসন আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের সহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মরত কর্মকর্তা, রাজনৈতিবিদ সাংবাদিকসহ দেরকে ক্রেস ও অন্যান্য সামগ্রিক প্রদান সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা , উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ ছাদেক , থানা অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধাগণ সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী রাজনৈতিবিদ, শি ক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আসগর আলী খান, সেক্রেটারি চাইথোয়াইমং মারমা,সহসভাপতি চাউচিং মারমা প্রমুখ। ।