শনিবার ● ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা » মোদীর বাংলাদেশে আমন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভরত মানুষকে হতাহত করার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে
মোদীর বাংলাদেশে আমন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভরত মানুষকে হতাহত করার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে গতকাল (শুক্রবার ২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আমন্ত্রণের প্রতিবাদে বাইতুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদকারী ইসলামী দল ও মুসল্লিদের হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সুবর্ণজয়ন্তীতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা মুক্তিযুদ্ধের গৌরবকে কালিমালিপ্ত করেছে। ঢাকার বাইতুল মোকাররমে ছাত্রলীগ-যুবলীগের সাথে পুলিশ যুক্ত হয়ে যে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তিনি বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি গঠন করে এই হত্যাকাণ্ডের বিচার করার দাবি জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জনগণকে অবরোধ করে গতকাল সরকার যেভাবে বিরোধীদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে ২৬ মার্চ পার করেছে তা মহান স্বাধীনতা সংগ্রামকে কলঙ্কিত করেছে।
এক নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরী করে যেভাবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে তা অবিশ্বাস্য ও অকল্পনীয়। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার এই ধরনের আচরণ করতে পারে না।
তিনি বলেন উগ্র সাম্পদ্রায়িকতার প্রতিনিধি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণের মধ্যে দিয়ে সরকার বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে। এই সমগ্র পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারের উপর বর্তাবে। তিনি দেশ ও গণবিরোধী এই সকল তৎপরতার বিরুদ্ধে জনগণকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।