রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের প্রতিবন্ধী কলেজ ছাত্র টিপু পাশে দাড়াবার কেও নেই
ঝিনাইদহের প্রতিবন্ধী কলেজ ছাত্র টিপু পাশে দাড়াবার কেও নেই
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.৩০মিঃ) ঝিনাইদহের মেধাবী ছাত্র শারিরীক প্রতিবন্ধি টিপু সুলতান ভবিষ্যতে শিক্ষক হতে চায় ৷ সত্যই সে কি পারবে তার আশা পূরন করতে ? টিপু সুলতান ঝিনাইদহ জেলার আঃ রউফ কলেজ থেকে এইচএসসি পাশ করে শৈলকুপা ডিএম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষে ভর্তি হয়েছে ৷ সাহস আর বুকভরা আশা নিয়ে তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে ৷ হতদরিদ্র পিতা কৃষি কাজ করে৷ কখনো কখনো পরের ক্ষেতে কাজ করে সংসার চলায় ৷ সারাটা জীবন কাটলো অবহেলা আর অনাদরে ৷ আঞ্চলিক ভাষায় আমরা বামন বলি ৷ এদের কাজ জোটে সার্কাসের প্যান্ডেলে ৷ কিন্তু সে তা করতে রাজি নয় ৷ টিপু সুলতান ঝিনাইদহ জেলার হরিণাকু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভূইয়া পাড়া গ্রামের ইউনুচ আলী ছেলে ৷
টিপু জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী বর্তমানে তার বয়স ২১ বছর, উচ্চতা ৩ফিট ৷ তিন ভাই বোনের মধ্যে টিপু সুলতান সবার বড় ৷ কলেজ থেকে ফেরার পথে তার সাথে কথা হলে সে জানায়, শুনেছি সরকার প্রতিবন্ধীদের ভাতা এবং অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন ৷ কিন্তু আমি চেয়ারম্যান মেম্বারসহ অনেকের কাছে গিয়েছি, আমি তাদের কাছ থেকে কোন সহযোগীতা পায়নি ৷ সে ভবিষ্যতে শিক্ষ হতে চাই ৷ প্রতিবন্ধী হয়েও আমি আমার বাবার মুখে হাসি ফোটাব, আমি পরিবারের বোঝা হয়ে থাকতে চায়না ৷ আপনারা আমার জন্য দোয়া করবেন ৷ তার বাবা মা টিপুর শিক্ষা জীবন চালিয়ে নিতে সকলের সুদৃষ্টি কামনা করেন ৷ সমাজের বৃত্তবানদের এই মেধাবী শারিরীক প্রতিবন্ধী ছাত্রটির দিকে একটু সাহায্যের হাত বাড়াতে অনুরোধ রইল ৷