মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নবজাতক শিশু ড্রেন থেকে উদ্ধার
খাগড়াছড়িতে নবজাতক শিশু ড্রেন থেকে উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোন ছড়া হেডম্যান পাড়া কালভার্ট সংলগ্ন ড্রেন থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (২৯ মার্চ) সকাল ৬ টার দিকে বাড়ির পাশে ড্রেনে কান্নারত শিশুকে দেখে চাথং মারমা (১২) বাড়িতে এসে বললে তার বাবা-মা এসে নবজাতকটিকে দেখতে পান।
পরে তারা শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
কুঁড়িয়ে পাওয়া শিশুটি সম্পর্কে জানতে চাইলে মংশি মারমার স্ত্রী রইসাইন্দা মারমা এক অদ্ভুত স্বপ্নের কথা বলেন আমাকে, আগের দিন রাতে সম্ভবত রাত ৪ টা স্বপ্নে এক বাচ্চাকে দেখানো হয়েছে । বাচ্চাটি কান্না করছে। আমাকে বাচ্চাটি নিয়ে আসার জন্য স্বপ্নে এক গায়েবি আওয়াজ দেখানো হয়। আর পরের দিন ঘটনাটি বরাবর সত্য হয়ে যায়।
শিশুটি নিয়ে পুরো এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শিশুটি সম্পর্কে জানতে চাইলে তারা শিশুটির দায়িত্ব নেওয়ার কথা বলেন। ভালো ভাবে পড়াশুনা করিয়ে মানুষ করার কথা বলেন। ব্যক্তি জীবনে মংশি মারমা ও স্ত্রী রইসাইন্দা মারমার জীবনে ৭ছেলে মেয়ে রয়েছে। রইসাইন্দা মারমার এক স্বজন কাজরী মারমা বলেন, আমি সকালে বিষয়টি শুনার সাথে সাথে সেখানে ছুটে যাই। দেখি শিশুটি কান্না করছে। আমি তার জন্য বাজার থেকে দুধ কিনে আনার জন্য বলি। শিশুটি ভালো আছে। মাঝে মাঝে কান্না করে। এলাকার চেয়ারম্যান মেম্বারকে এই বিষয়ে জানানো হয়েছে। এই দারিদ্র্যময় সংসারে কুড়িয়ে পাওয়া শিশুটির দায়িত্ব নিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে তারা দম্পতি।
তারা শিশুটিকে চিকিৎসক ও প্রশাসনের নিকট নিয়ে যাবেন বলে জানান।