বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
পটুয়াখালী প্রতিনিধি :: দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কুয়াকাটায় সকল হোটেল মোটেলে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের অবস্থান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার ৩১ মার্চ বিকেলে গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবির।
তিনি বলেন, সরকারের পক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মতিউল ইসলাম চৌধুরী স্যার এই নির্দেশনা জারি করেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা মোতাবেক পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সকল হোটেল-মোটেলে পর্যটক অবস্থান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এর আগে, করােনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালােচনার লক্ষ্যে সারাদেশের জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। এর পরপরই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত জানায়।