সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিপ্লব বড়ুয়া বাপ্পী বিএ অনার্স পাশ করায় সকলের আশির্বাদ কামনা
বিপ্লব বড়ুয়া বাপ্পী বিএ অনার্স পাশ করায় সকলের আশির্বাদ কামনা
ষ্টাফ রিপোর্টার :: বিপ্লব বড়ুয়া বাপ্পী ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিষয়ে ২০১৬ সালে বিএ অনার্স পাশ করেছে ৷ ১৯৯৩ সালে ১০ জানুয়ারী রাঙামাটি শহরের ভেদ ভেদী গ্রামে দাদু বাড়ীতে তার জন্ম ৷ তার জন্মের পর মায়ের চাকরীর কারণে তার পিতামাতা তাকে নিয়ে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় চলে যায় ৷ সেখানে যুগীর ঘোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবণের হাতে খড়ি ৷ মা ভোলার সরকারী সদর হাসপাতালে ও বাবা দৈনিক আজকের ভোলা পত্রিকায় কর্মরত ছিলেন ৷
১৯৯৯ সালে ভোলা থেকে তারা স্বপরিবারে রাঙামাটি চলে আসেন ৷ তারপর সে ভর্তি হয় রাঙামাটি লেকার্স পাবলিক স্কুলে ৷ স্কুলে অধ্যায়নরত অবস্থায় চারবার রবীন্দ্র সঙ্গীতে পার্বত্য অঞ্চল ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পদক লাভ করে ৷ বর্তমানে বাপ্পী ছায়ানটে শিক্ষার্থী শিল্পী হিসেবে অধ্যানরত ৷ বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০০৮ সালে এসএসসি, ২০১১ সালে রাঙামাটি সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে ৷ তারপর থেকে সে ঢাকা ইবাইস ইউনিভার্সিটিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিষয়ে অধ্যায়ন শুরু করে ৷ ২০১৬ সালের ফেব্রুয়ারীতে সে উল্লেখিত বিষয়ে বিএ অনার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করে ৷ তার একই বিষয়ের উপর ইউরোপে গিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে ৷ ২ ভাই ও ২ বোনের মধ্যে সে পিতামাতার বড় সন্তান ৷ বিপ্লব বড়ুয়া বাপ্পী’র মা রাঙামাটি সদর হাসপাতালে সিনিয়র ষ্টাফ নার্স পদে কর্মরত ৷ তার পিতা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক , বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সিনিয়র সহ সভাপতি, আন্তর্জাতিক নিউজ পোর্টাল এ্যালায়েন্স এর মহাসচিব ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন ৷
বিপ্লব বড়ুয়া বাপ্পী ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিষয়ে বিএ অনার্স সাফল্যর সাথে সম্পন্ন করায় তার মা শুভ্রা রানী বড়ুয়া ও পিতা নির্মল বড়ুয়া মিলন ও আত্মীয় স্বজন তার জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন ৷