শনিবার ● ৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিয়ের অনষ্ঠানে অভিযান : বিয়ে বন্ধ
রাউজানে বিয়ের অনষ্ঠানে অভিযান : বিয়ে বন্ধ
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: করোনা পরিস্থিতিতে সরকারি আইন অমান্য করে বিয়ের আয়োজন করায় রাউজানে দুইটি বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার ৩ এপ্রিল দুপুরে এই বিয়ের আয়োজন বন্ধ করা হয় রাউজান পৌর এলাকার জানালী হাটস্থ নন্দন ও স্কাই ওয়ার্ল্ড কমিউনিটি সেন্টারে। জানা যায়, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ অভিযানটি পরিচালনা করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বর-কনেসহ আগত শত শত বরযাত্রীকে কমিউনিটি সেন্টার থেকে বের করে দেয়।
উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে আগত কয়েক শতাধিক নারী পুরুষের মুখে মাস্ক ছিল ন। বিয়েতে স্বাস্থবিধি মানার বলাই ছিল না।
রাউজানে ছয়টি বানিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
রাউজান :: রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান। তৎমধ্যে ২টি গোডাউনসহ ৬টি দোকান।
গত ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রাউজান থানা রোড়ের পূর্ব পার্শ্বে ফকিরহাট মুখ সংলগ্ন এলাকায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রত রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
এসময় গভীর রাতে ঘটনাস্থলে ছুটে আসে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ ও কাউন্সিলর আজাদ হোসেনসহ অনেকেই।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সন্তোষ চৌধুরী, মোহাম্মদ আব্দুল নবী, মোহাম্মদ শাহ্জাহান, রনত দে। ৬টি দোকানের মধ্যে ৩টি বেডিং, দোকান, ২টি মুদির দোকান ও একটি কুলিং কর্ণার দোকান।
ক্ষণতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।