শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » স্বাস্থ্যকর্মীদের সংবাদ সম্মেলন
স্বাস্থ্যকর্মীদের সংবাদ সম্মেলন
ঢাকা প্রতিনিধি :: ২অক্টোবর : বাংলাদেশ স্বাস্থ্যবিভাগীয় মাঠকর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ কেএম শফিউল আলম ৷
লিখিত বক্তব্য পেশ করেন সদস্য সচিব আসাদুজ্জামান পান্না ৷ বিভিন্ন জেলা, বিভাগীয় সাংগঠনিক কমিটির প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারুক আলম, ফিরোজ আলম, সোহরাব হোসেন, আসাদুজ্জামান, স্বপন কুমার দেবনাথ, নাজমা বেগম প্রমূখ ৷
১৯৭৩ সাল থেকে কর্মরত নিবেদিতপ্রাণ সরকারী স্বাস্থ্যকর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন -৭৫ পরবর্তীতে স্বাধীনতাবিরোধী কুচক্রিমহল, সামরিক সরকার স্বাস্থ্যকর্মীদের প্রতি অন্যায়ভাবে নজিরবিহীন গ্রেড অবমূল্যায়ণ করে চরম বেতন বৈষম্যের সূচনা করে ৷ ১৯৮৫ সালের ১৫ই আগষ্ট সামরিক সরকার তড়িঘড়ি করে একটি বিতর্কিত নিয়োগবিধি প্রনয়ন করে ৷ যার ফলে স্বাস্থ্যকর্মীদের উন্নয়নের সকল পথ সস্পূর্নরুপে রুদ্ধ হয়ে যায় ৷ বর্তমান সরকারের নিকট ৮ম জাতীয় বেতন কমিশনে স্বাস্থ্যকর্মীদের জন্য নুন্যতম সিলেকশন গ্রেডের ব্যবস্থা রাখার আহবান জানায় ৷
প্রান্তিক মানুষের সুস্থ জাতি গঠনের ২৬ হাজার কর্মীদের অবদানের মধ্যে বিশেষ করে দেশব্যাপি টিকাদান কর্মসূচী ইপিআই কার্যক্রম অন্যতম ৷ তা ছাড়াও স্বাস্থ্যকর্মীদের জন্য মা ও শিশুর মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে ৷ যার ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে ৷ এত অর্জনের পরও তাদের কর্মজীবনে সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিং না থাকায় চাকুরি জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৪ সালের দিকনির্শেনা মোতাবেক সাড়ে ৭ কোটি মানুষের জন্য মাঠপর্যায়ে মাত্র ১৮ হাজার স্বাস্থ্যকর্মীদের নিয়োজিত করা হয় ৷ বর্তমানে একাজে জনবল প্রয়োজন অন্ততঃ ৫০ হাজারেরও বেশী ৷
সংবাদ সম্মেলন থেকে ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য ১১ অক্টোবর পর্যন্ত সরকারের কাছে সময়সীমা বেধে দিয়ে তা বাস্তবায়নের আহবান করা হয় ৷
দাবীনামাসমূহঃ ১. অবিলম্বে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে ২. মা ও শিশুদের টিকা প্রদানকারী স্বাস্থ্যসহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে ৩. স্বাস্থ্যপরিদর্শকদের পদনাম অপরিবর্তীত রেখে ২য় শ্রেণি পদমর্যদা দিতে হবে ৪. স্বাস্থ্যপরিদর্শক থেকে পদায়ণকৃত জেলা স্বাস্থ্যতত্ত্বাবধায়ক নিয়মিত করতে হবে ৫. অবিলম্বে মাঠপর্যায় জনসংখ্যার ক্রমবর্ধমান হারে পদ সৃষ্টি করতে হবে ৬. ৮ম জাতীয় বেতন কমিশনে স্বাস্থ্যকর্মীদের যথার্থ মূল্যায়ন করতে হবে ৷
আগামী ১১ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হয় ৷ সরকার সময়ের মধ্যে ৬ দফা দাবী বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরবর্তীতে মহাসমাবেশের মাধ্যমে দেশব্যাপি ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী রুটিন টিকাদান কেন্দ্রের ইপিআই কর্মকান্ড বন্ধসহ কঠিন কর্মসূচী গ্রহণ করতে তারা বাধ্য হবেন বলে হুশিঁয়ারি উচ্চারন করেন ৷ আপলোড : ২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.০৭ মিঃ