সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » ফেসবুক লাইভে মামুনুলের পক্ষে সাফাই গাওয়াতে, এএসআই রাব্বানীকে প্রত্যাহার
ফেসবুক লাইভে মামুনুলের পক্ষে সাফাই গাওয়াতে, এএসআই রাব্বানীকে প্রত্যাহার
কুষ্টিয়া প্রতিনিধি :: হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে সাফাই গেয়ে ফেসবুকে লাইভ ভিডিও পোস্ট করার পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানীকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপেশাদার আচরণের অপরাধ আমলে এনে তাকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম আজ সোমবার বিকেলে প্রতিনিধিকে বলেন, ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি করে তাদের দুই-তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আইনানুগ যেসব ব্যবস্থা আছে সবই নেওয়া হবে।’
রবিবার সকালে ফেসবুকে গোলাম রাব্বানীর সাড়ে ৬ মিনিটের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বক্তব্য দেওয়ার সময় পুলিশের পোশাকে ছিলেন তিনি। তার বাড়ি দিনাজপুরে।
তবে গোলাম রাব্বানী এই ভিডিওটিকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘মামুনুল হক হুজুরের ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে তিনি একটি রিসোর্টে গেছেন। সাংবাদিকরা তাদের বিয়ের কাবিননামা দেখতে চেয়ে হট্টগোল করেছেন। আমার ছিল প্রশ্ন, সাংবাদিকদের এই অধিকার কে দিয়েছে?’
লিংক : https://fb.watch/4GYXBNTnM3/