বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » অপরিকলিল্পত, স্ববিরোধী ও সমন্বয়হীন লকডাউন কাঙ্খিত ফল দেবে না : সাইফুল হক
অপরিকলিল্পত, স্ববিরোধী ও সমন্বয়হীন লকডাউন কাঙ্খিত ফল দেবে না : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন শ্রমজীবী- মেহনতিসহ স্বল্প আয়ের মানুষের জীবন-জীবিকা নিশ্চিত না করে অপরিকল্পিত, স্ববিরোধী ও সমন্বয়হীন লকডাউন কাঙ্খিত ফল দেবে না; বরং তা নৈরাজ্য ও বহুমুখী সংকট বাড়িয়ে দেবে; সংক্রমন নিয়ন্ত্রণে আনার যে উদ্দেশ্যে লকডাউন তাও কার্যকরি হবে না। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, অফিস-আদালত খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখা কেবল জনদুর্ভোগকেই বাড়িয়ে দিচ্ছে। গার্মেন্টসসহ বড় বড় কলকারখানা খোলা রেখে, মেলা আরখেলা চালু রেখে, দোকানপাটসহ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা ও সেবাধর্মী কার্যক্রম বন্ধ রাখা সরকারের স্ববিরোধী পদক্ষেপের নমুনামাত্র।
তিনি বলেন, দেখা যাচ্ছে লকডাউনের ঘোষণা ও নির্দেশনাতেও ক্ষমতাবানদের জন্য এক নীতি, আর স্বল্প আয়ের মানুষের জন্য আরেক নীতি। তিনি বলেন, এসব কারণে লকডাউন শ্রমজীবী-মেহনতি মানুষের উপর অত্যাচার হিসাবেই আবির্ভূত হয়েছে। তাছাড়া গার্মেন্টসসহ কলকারখানায় কর্মরত শ্রমিকদের জীবন কতখানি ঝুঁকিমুক্ত তাও নিশ্চিত নয়।
তিনি বলেন, করোনার মারাত্মক উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন কার্যকরি করতে হলে দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ শ্রমজীবীদের জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে। তাদের কাছে খাবার ও নগদ অর্থ পৌঁছাতে হবে।
তিনি বলেন, লকডাউনের অজুহাতে অসৎ ব্যবসায়ীরা খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও লাগামহীনভাবে বাড়িয়ে চলেছে। লকডাউনকে এইসব মুনাফাখোরেরা সুযোগ হিসাবে গ্রহণ করছে। টিসিবি’র পণ্যের দাম বাড়িয়ে মানুষকে আরো কষ্টের মধ্যে ফেলে দেয়া হয়েছে।
তিনি জনগণের জীবন-জীবিকা ও নিরাপত্তা পরিপন্থী পদক্ষেপ থেকে সরে আসা এবং এই দুর্যোগে মানুষকে রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।