বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থী অহিদ উদ্দিনকে ভোট দেওয়ার জন্য বিনীত আবেদন
লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থী অহিদ উদ্দিনকে ভোট দেওয়ার জন্য বিনীত আবেদন
লন্ডন থেকে অহিদ উদ্দিন :: আপনারা জানেন আগামী ৬ মে লন্ডনে রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচন।
আমি মোহাম্মদ অহিদ উদ্দিন একজন লিবারেল ডেমোক্র্যাটস। স্থানীয় লিবারেল ডেমোক্র্যাটস রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচনে আমাকে লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী মনোনীত করেছে। এই পদে আমার উপযুক্ততা বিবেচনা করেই আমার প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। আমার উপর দলের আস্থা এবং বিশ্বাস রয়েছে যে, কাউন্সিলার হিসাবে কাজ করার জন্য আামি একজন উপযুক্ত ব্যক্তি।
লক্সফোর্ড ওয়ার্ডের বাসিন্দাদের কল্যাণে আমার দৃষ্টিভঙ্গি, লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ আপনাদের সমীপে পেশ করছি। :
১) কমিউনিটির কল্যাণে কাজ করার ক্ষেত্রে আমার রয়েছে ৪০ বছরের অভিজ্ঞতা। আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলতে চাই, আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রেডব্রিজের লক্সফোর্ড ওয়ার্ডের জনগণের সার্বিক কল্যাণ সাধনের জন্য আত্মনিয়োগ করা।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, আমি বর্তমানে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি। এটি একটি বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংস্থা। কোভিড -১৯-এর কঠিন মহামারীর সময়ে রেডব্রিজের অনেক মানুষের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে আমাদের এই সংস্থার তরফ থেকে স্থানীয় খাদ্য ব্যাংকে শুকনো খাবার এবং পানীয় পাঠানো হয়।
২) আমি বলতে চাই যে লেবার পার্টি অধ্যুষিত লক্সফোর্ড কাউন্সিলটি স্বৈরাচারী কায়দায় পরিচালিত হচ্ছে। কাউন্সিলে গণতন্ত্র নেই। আমি কথা দিচ্ছি লক্সফোর্ডের মানুষ আমাকে নির্বাচিত করলে আমি কাউন্সিলে গণতন্ত্র পুনরুদ্ধারে সচেষ্ট হবো।
৩) আমি লক্সফোর্ড ওয়ার্ডের Ilford lane-এর সামগ্রিক পরিবেশ উন্নয়নের জন্য কাজ করবো। পতিতাবৃত্তি ও মাদকের কারণে Ilford lane-এর সামাজিক পরিবেশ এখন কলুষিত। বিশাল বরফ খন্ডের মতো একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের নাকেরডগায় বসে বিনাবাধায় এসব অপকর্ম করছে। পুলিশ বিষয়টির প্রতি তেমন গুরুত্ব দিচ্ছে না। তবে আমি নির্বাচিত হলে কাউন্সিল ও পুলিশকে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবো এবং সংশ্লিষ্ট এলাকার মানুষকে দূষিত পরিবেশ থেকে মুক্ত করে একটি নির্মল পরিবেশে ফিরিয়ে আনতে সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ।
এ ছাড়া Ilford লেনটিতে সবসময় যানজট লেগেই থাকে। এর কারণ হচ্ছে রাস্তার চেয়ে ফুটপাতটি বেশি প্রশস্ত। এক্ষেত্রে রাস্তা এবং ট্রাফিক ব্যবস্থার পুনর্গঠন হওয়া অতি জরুরি।
৪) লক্সফোর্ডে ছুরি সন্ত্রাস নাগরিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলে অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন। কিছু বিপথগামী যুবকদের এই ছুরি সন্ত্রাস অবশ্যই বন্ধ করতে হবে।
এই ছুরি সন্ত্রাসের শিকার হয়ে লন্ডনে তরুণের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। Ilford এবং রেডব্রিজে ছুরি সন্ত্রাস মোকাবিলা করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। সুতরাং পরিস্থিতি মেকাবিলায় টেকসই পুলিশ পরিষেবা, যুব কেন্দ্র, কাউন্সিল পরিষেবা এবং দাতব্য সংস্থার কর্মকান্ড সম্প্রসারণ করা অত্যাবশ্যক বলে মনে করি।
এছাড়া রোডিং নদী ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পরিবেশ দূষিত করে তুলেছে। এটি পরিষ্কার করে মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া অত্যাবশ্যক বলে মনে করি।
৫) কাউন্সিলে লেবার পার্টির একদলীয় শাসন ব্যবস্থার কারণে তারা কারও কথা শুনছে না বা জনমতকে উপেক্ষা করছে। ফলে তাদের তথাকথিত উন্নয়ন মুখ থুবরে পড়েছে। এছাড়া আবাসন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ ও পরিবহণ ইত্যাদি সমস্যাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কোনো প্রয়াস লেবার পার্টির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না।
৬) বাশিন্দাদের কল্যাণে লক্সফোর্ড ওয়ার্ডে অনেক কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি। আমি নির্বাচিত হলে নিজের মেধা এবং অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে এসব কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবো বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি।
আমি ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু এবং পাঞ্জাবি ভাষায় কথা বলতে পারি। বিভিন্ন ভাষার উপর আমার দক্ষতার কারণে লক্সফোর্ডের বহুভাষাভাষী জনগোষ্ঠীর সমর্থন আমার উদ্যোগকে সফল করবে বলে আমার নিশ্চিত বিশ্বাস।
একটি অবাধ ও দূষণমুক্ত সামজিক এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবো। আমার দৃঢ়বিশ্বাস লক্সফোর্ডের জনগণের সমর্থন পেলে অভিষ্ট লক্ষ্য অর্জনে আমি শতভাগ সফল হবো।
তাই লক্সফোর্ডের বাসিন্দাদের প্রতি আমার আহ্বান: আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে কাউন্সিলর নির্বাচিত করুন।