বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » সুন্দরগঞ্জে ভূয়া ডিবি সদস্য গ্রেফতার
সুন্দরগঞ্জে ভূয়া ডিবি সদস্য গ্রেফতার
সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে গত বুধবার রাতে ফারুকুল ইসলাম নামে একজন ভূয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুকুল পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার দামুদর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। ভূয়া ডিবি সদস্যের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহীল জামান জানান, ভূয়া ডিবি সদস্য ঝিনিয়া গ্রামের বিভিন্ন মামলার আসামি এবং জুয়াড়িদের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি গ্রামের লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। তার বিরুদ্ধে একটি থানায় মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়াছে।
গাইবান্ধায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রি শুরু
গাইবান্ধা :: দেশব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধা জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ আধিদপ্তরের উদ্যোগে সাধারন মানুষের মধ্যে প্রাণীজ পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার বাজার স্থিতিশীলসহ ন্যায্যমূল্যে শহরের বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।
ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন। এ সময় উপস্থিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাছুদুর রহমান, পৌর মেয়র মতলুবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি প্রতাব ঘোষ প্রমুখ।
গাইবান্ধা জেলা শহরসহ পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিন ১ টন দুধ ও ১০ হাজার ডিম ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। ভ্রাম্যমান ন্যায্যমূল্যের দোকান থেকে প্রতি লিটার দুধ ৪৮ টাকা ও ৪টি ডিম ২৬ টাকা করে ক্রেতা সাধারণের মাঝে বিক্রি করা হবে।