শনিবার ● ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » রেডব্রিজ কাউন্সিল উপ নির্বাচন লক্সফোর্ড ওয়ার্ডে অহিদ উদ্দিন লিবডেম প্রার্থী
রেডব্রিজ কাউন্সিল উপ নির্বাচন লক্সফোর্ড ওয়ার্ডে অহিদ উদ্দিন লিবডেম প্রার্থী
লন্ডন :: বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ অহিদ উদ্দিনকে রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে। রেডব্রিজের নির্বাচন কমিশনার গতকাল শুক্রবার অহিদ উদ্দিনের প্রার্থীতা ঘোষণা করেন।
উল্লেখযোগ্য যে, আগামী ৬ মে রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। লিবারেল ডেমোক্র্যাটসের স্থানীয় শাখা গত ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ অহিদ উদ্দিনকে লক্সফোর্ড ওয়ার্ডে দলের কাউন্সিলর প্রার্থী মনোনীত করে।
মোহাম্মদ অহিদ উদ্দিন গতকাল শুক্রবার লক্সফোর্ডের স্থানীয় একাধিক মসজিদে গিয়ে মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কাউন্সিলর পদে তাদের সমর্থন এবং দোয়া কামনা করেন। জবাবে স্থানীয় বাশিন্দারা মোহাম্মদ অহিদ উদ্দিনের সাফল্য কামনা করেন।
এ সময় অহিদ উদ্দিনের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় লিবারেল ডেমোক্র্যাটস নেতা নুরুল ইসলাম, সিলভিয়া, ম্যাগদা, হাবিবুর রহমান প্রমুখ।
মোহাম্মদ অহিদ উদ্দিন আগামীকাল শনিবার থেকে লক্সফোর্ডের ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি লক্সফোর্ডে বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে স্থানীয বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করবেন।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মোহাম্মদ অহিদ উদ্দিন মন্দির, গুরুদুয়ারা, চার্চ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করবেন।
প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে রেড ব্রিজের লিবডেম নেতা অহিদ উদ্দিনের শোক
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে রেড ব্রিজের স্থানীয় লিবডেম নেতা এবং লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল ৯ এপ্রিল গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে অহিদ উদ্দিন বলেন, প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে ব্রিটেনবাসী এক মহৎপ্রাণ মানুষকে হারালো। তিনি সারা জীবন রানী দ্বিতীয় এলিজাবেথের পাশে থেকে মানব কল্যাণে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন । প্রিন্স ফিলিপ ব্রিটেনবাসী এবং পৃথিবীর দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।
শোকবাণীতে অহিদ উদ্দিন আরো বলেন, আমি প্রয়াত প্রিন্স ফিলিপ-এর আত্মার সদ্গতি কামনা করছি এবং রাজ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।