সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » জয়দেবপুর কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
জয়দেবপুর কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) গাজীপুর শহরের রথখোলাস্থ জয়দেবপুর কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ ফেব্রুয়ারি সোমবার কিন্ডার গার্টেন মাঠে অনুষ্ঠিত হয়েছে ৷
সকালের দিকে জয়দেবপুর কিন্ডার গার্টেনের উপাধ্যৰ মো. শাহাবুদ্দিন শিকদারের তত্ত্বাবধানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ওই কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন ৷
দুপুরের পর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব ও কোর্ট অব ওয়ার্ডস্ ভাওয়াল রাজ এস্টেটের ম্যানেজার সৈয়দ মো. লোকমান হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোস্তফা কামাল, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মির্জাপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোশারফ হোসেন দুলাল, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো. হাসান আজমল ভুইয়া প্রমুখ ৷
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্ট অব ওয়ার্ডস্ ভাওয়াল রাজ এস্টেটের সহকারি ম্যানেজার মো. মাজাহারম্নল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. মজিবুর রহমান সিকদার, রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সদস্যা জোবেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সহধর্মিনী সাদিয়া আফরিন, সদস্য বিদ্যোত্সাহী মনোয়ারা পারভীন, সদস্য দিপু সাহা, প্রতাপ কুমার গোপ, সদস্য ডা. অভিজিত্ দাস, দাতা সদস্য বিজয় কৃঞ্চ দাস, গাজীপুর সিটি করপোরেশনের ২৮,২৯,৩০ নং ওয়ার্ডের সংরৰিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, গাজীপুর জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. লুত্ফর রহমান, এ.এ.এফ লুত্ফুল হুদা, আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিক, জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হামিদ, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ওই কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ৷
দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে ৪৮ টি ইভেন্টে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন৷ প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৷
ক্রীড়া পরিচালনায় ছিলেন ওই কিন্ডার গার্টেনের সিনিয়র সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক ভবতোষ দাস, সহকারি শিক্ষক মো. গোলজার হোসেন৷ ক্রীড়া উপস্থাপনায় ছিলেন প্রণয় কুমার মন্ডল, সাবিনা ইয়াছমিন ও খালেদা নওরিন ইসলাম লিপি ৷
বিকালে কিন্ডার গার্টেন মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পীরা ৷