সোমবার ● ১২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে আদম ব্যাপারীর খপ্পড়ে সর্বস্বান্ত আটটি পরিবার
মোরেলগঞ্জে আদম ব্যাপারীর খপ্পড়ে সর্বস্বান্ত আটটি পরিবার
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতারক আদম ব্যাপারীর খপ্পড়ে পড়েআটটি পরিবার সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
মামলার নথি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২০ সালে বিদেশ পাঠানোর কথা বলে মোরেলগঞ্জ উপজেলার পাঁচগাও গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদার ছেলে আদম ব্যবসায়ী সাইমুম ইসলাম রাকিব, ছাপড়াখালির হারুনর রশিদ হাওলাদার ছেলে নাদিম হোসেন সৈকত ৫ লাখ টাকা৪৩হাজার টাকা, রমজান আলী ৯দেড় লাখ টাকা, রুবেলআকন ৪ লাখ টাকা,মনোয়ারা ২লাখ ,জসিম ৬লাখ,আব্দুল্লাহ ৪লাখ,আসাদুল ৬ লাখ,এবং মিলন শিকদার ৩লাখ,টাকা নেন।
দীর্ঘদিনেও বিদেশ পাঠাতে না পারায় কিছুদিন আগে ভূক্তভোগীরাসাইমুম ইসলাম রাকিব কাছে টাকা ফেরত চান। কিন্তু তিনি টাকা না দিয়ে নানা রকম ছলনার আশ্রয় নেন এবং এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। একদিকে বিদেশ যেতে না পারা, অপরদিকে জমি বিক্রি বা বন্ধক রেখে, সমিতি থেকে ঋণ এবং ধারদেনা করে দেয়া টাকা ফেরত না পাওয়ায় বর্তমানে তাদের নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে।
এ ব্যাপারে সাইমুম ইসলাম রাকিবকে আসামী করে প্রতারিতনাদিম হোসেন সৈকত বাদী হয়ে কোর্টে মামলা করেছেন।মামলা-৪৩/২১
ক্ষতিগ্রস্থ সাইমুম ইসলাম রাকিব জানান, আমাকে বিদেশ পাঠানোর জন্য জমি বন্ধক রেখে ও সমিতি থেকে ঋণ নিয়ে আদম ব্যাপারীকে টাকা দিয়েছি। দীর্ঘ ৭ বছরেও বিদেশ পাঠাতে পারেনি। আবার টাকা ফেরত না দেয়ায় জমিও ছাড়াতে পারছি না। বর্তমানে আমার একেবারে পথে বসার উপক্রম হয়েছে। আদম ব্যাপারী সাইমুম ইসলাম রাকিব অন্য মামলায় জেলে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোরেলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টি জানি। এ ব্যাপারে কোর্টে মামলা চলমান আছে।
মোরেলগঞ্জে চাল বিতরণকালে হামলার ঘটনায় ১৮ জনের নামে মামলা
বাগেরহাট :: মোরেলগঞ্জে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাদশা বাদি হয়ে মামলাটি করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানকে। এ ছাড়া আরও ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত রয়েছেন ২৮-৩০জন।
মামলায় বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের সময় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে বর্তমান চেয়ারম্যান ও স্থগিত থাকা নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশার ওপর হামলা করে। হামলাকারিরা চেয়ারম্যান ও চালের ডিলারের নিকট থেকে ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় এবং চাল নিতে আসা অনেক নারীকেও মারপিট করে।
প্রসংগত, রবিবার বেলা ১২টার দিকে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকেরা নৌকার প্রার্থী ওপর হামলা চালায়। এতে নৌকার প্রার্থীসহ ২০ জন আহত হন।