সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চবিতে উদ্বোধন হলো আই.ই.আর দেয়ালিকা ও লাইব্রেরি
চবিতে উদ্বোধন হলো আই.ই.আর দেয়ালিকা ও লাইব্রেরি
চবি প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৫০মিঃ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের লিখা নিয়ে প্রকাশিত দেয়ালিকা ও শিক্ষার্থীদের সংগৃহীত বই নিয়ে চালু করা হয়েছে আই.ই.আর দেয়ালিকা ও লাইব্রেরি। ইনস্টিটিউটের পরিচালক কিরণ চন্দ্র দেব আজ আই.ই.আর প্রাঙ্গণে দেয়ালিকা ও লাইব্রেরির উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কিরণ চন্দ্র দেব বলেন, খাদ্য যেমন মানুষের শরীরকে সুস্থ রাখে, তেমনি বই মানুষের অন্তরকে সুস্থ রাখে। তাই বুদ্ধিভিত্তিক সুস্থ সংস্কৃতির চর্চা করতে হলে সাহিত্য অধ্যয়নের কোন বিকল্প নেই। তিনি দেয়ালিকা ও লাইব্রেরির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, ইনস্টিটিউটের শিক্ষক, ড. আব্দুস সালাম, ড. উদিতি দাশ, আসহাব উদ্দীন খালেদ, ড. গোলাম মহিউদ্দীন, শিব প্রসাদ ভট্টাচার্য্য, আমির উদ্দিন,জাকির হোসাইন, কাজল বরণ নাথ, নাসিমা পারভিন, ইফতেখার আরিফ, হাসান তৌফিক ইমাম,রাজীব আহমেদ ফয়সাল ও অমীয়া সুলতানা।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।