শুক্রবার ● ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ
গলাচিপায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ
মুঃ জিল্লুর রহমান জুয়েল ও মিঠুন পাল, গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি :: দুঃসম্পর্কের দাদার কাছে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। সরজমিন ভিকটিম পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, হতদরিদ্র জেলে সেন্টু গাজীর এক ছেলে ও এক কন্যা সন্তানেরন জনক। ভাগ্যেরে কারণে জন্মের পর থেকেই কন্যা সন্তানটি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে বেড়ে উঠার কারণে আর দশজন মানুষের মতো করে স্বাভাবিক জীবনযাপন করতে না পারায় প্রায়সময় শিকল দিয়ে বেধেঁ রাখতে হয় বলে ভিকটিম এর মা কান্না জরিত কন্ঠে জানান। এছাড়া ধর্ষণ কারী একই বংশের ভিকটিম এর সম্পর্কে দাদা হওয়ায় সুযোগ পেলেই প্রাই সময়ে দোকানে নিয়ে যেতো। তখনতো আর বুঝঁতে পারিনি জালাল গাজী দাদা হয়ে, আমার এতো বড় ক্ষতি করবে। তিনি জানান, ঘটনার দিন ১৩ এপ্রিল সোমবার দুপুরবেলায় স্থানীয় গজালীয়া বাজারের দোকানার জালাল গাজী বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে দোকানের পিছনে নিয়ে নির্জনে মেয়েকে ধর্ষণ করে সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন গাজীর আপন ভাই জালাল গাজী। শুধু তাই নয়, সুকৌশলে তার দোকানের’ই তৈরী দুটো সিঙ্গারা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, ঐ দিনেই মেয়ের হাটা এবং চলা ফেরা শারীরিক পরিবর্ত হলেও আমি বিশ্বাস করতে পারিনি। পরে বিষটি স্থানীয় বাজারে ছড়িয়ে পরলে, আমি মা হয়ে মেয়ের কাছে ইশারায় জিজ্ঞাসা করলে তা স্বীকার করে। এ নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন গাজীকে জানালে তিনি বিচার সালিশি করার কথা বলে আমারদেরকে ধৈর্য ধরতে বলে। শুধু তাই নয়, প্রয়োজনে জালাল গাজির সাথে ভিকটিমকেম কে বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ভাবে ধামা চাপার চেষ্টা করে আমাদের আইনি সহায়তায় বাধাঁ প্রদান করে। এবিষয়ে অভিযুক্ত ধর্ষকারী জালাল গাজীর কাছে জানতে চাইলে, তিনি পূর্বের কোন শত্রুতার জেরে, তার উপর মিথ্যাচার ও বানোয়াট বলে নিজের অপরাধ ঢাকার জন্য বিভিন্ন মাধ্যমে সংবাদটি না করার জন্য ব্যার্থ চেষ্টা করেন। এবিষয়ে গলাচিপা থানার ওসি এম,এর শওক আনোয়ার এর কাছে জানতে চাইলে, ভিকটিম পরিবারকে আইনি স্বার্ভীক সহায়তা করা হচ্ছে এবং মামলার পক্রিয়াধীন আছে বলে তিনি জানান। হতদরিদ্র পরিবারের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী তার উপর অমানবিক নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর সুষ্ঠু বিচার হবে, এটাই জনসাধারণের প্রত্যাশা।