শুক্রবার ● ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » শ্রমজীবী, মেহনতিদের কাছে অবিলম্বে খাদ্য ও নগদ টাকা পৌঁছান
শ্রমজীবী, মেহনতিদের কাছে অবিলম্বে খাদ্য ও নগদ টাকা পৌঁছান
সংবাদ বিজ্ঞপ্তি :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন মহামারির এই দুর্যোগকে বাজার সিণ্ডিকেট ও মুনাফাখোরেরা সুযোগ হিসেবে ব্যবহার করছে। করোনা ও রোজাকে পুঁজি হিসেবে ব্যবহার করে অসৎ ব্যবসায়ীরা মানুষকে রীতিমত জিম্মি করে ফেলেছে।
নেতৃবৃন্দ চালের মূল্যবৃদ্ধি সম্পর্কে অর্থমন্ত্রীর প্রদত্ত বক্তব্য সম্পর্কে তীব্র সমালোচনা করেন এবং বলেন লকডাউনের কারণে মাত্র কয়েকদিন চালসহ ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যুক্তি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আশঙ্কা ব্যক্ত করেন যে, অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর অসৎ সিণ্ডিকেট ব্যবসায়ীরা আরও উৎসাহিত হবে এবং জিনিসপত্রের দাম বাড়াতেই থাকবে।
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন সারাদেশের লকডাউনজনিত পরিস্থিতিতে ইতিমধ্যে শ্রমজীবী, মেহনতি, দিনমজুর ও স্বল্পআয়ের পরিবারসমূহের খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের হাতে নগদ অর্থ বলতে তেমন কিছু নেই। নেতৃবৃন্দ সারা দেশের শ্রমজীবী মেহনতি পরিবারসমূহের কাছে অনতিবিলম্বে খাদ্য ও নগদ টাকা পৌঁছানোর দাবি জানান।
তারা বলেন, মানুষকে ঘরে রাখতে হলে খাবারসহ তাদের বেঁচে থাকার নিশ্চয়তা বিধান করতে হবে। একই সাথে তারা গার্মেন্টসসহ শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য ঝুঁকি খাতা প্রদানসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।