শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে পুকুর খননের সময় ৮৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
গোবিন্দগঞ্জে পুকুর খননের সময় ৮৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর খননের সময় ৮৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ ১৭ এপ্রিল শনিবার বিকালে উপজেলার শাখাহার ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
তিনি জানান, উপজেলার শাখাহার ইউপির আলীগ্রামে সরকারি পবনা পুকুর খনন করার সময় কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তির পুরাকৃর্তি পাওয়া যায়। যার ওজন ৮৩ কেজি। পরবর্তীতে পুকুরের পাহারাদার ভোলা সেটিকে অন্যের বাড়িতে লুকিয়ে রাখে। ভোলা আলী গ্রামের শৈলেন চন্দ্রের ছেলে।
পরে স্থানীয়রা বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ থেকে ৪০”×১৯” মাপের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।
জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের কিল ঘুষিতে গৃহবধূ নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার সাঘাটা উপজেলার সরদার পাড়া গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে আজ শনিবার সকালে প্রতিপক্ষের কিল ঘুষিতে হাজেরা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত হাজেরা শুকুর আলীর স্ত্রী।
জানা গেছে, ওই গ্রামের শুকুর আলীর সাথে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তার ঘিরা সরানো নিয়ে আব্দুল লতিফ ও তার লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয়। এসময় লতিফের স্ত্রী হাউসি বেগম চড়াও হয়ে হাজেরা বেগমকে বুকে কিল ঘুষি মারতে থাকে। এতে হাজেরা বেগম গুরুতর আহত এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন জানান, হাজেরা বেগমের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।