শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল বরখাস্ত
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল বরখাস্ত
আলিকদম প্রতিনিধি :: রামুর বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণ করায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা তোফায়েল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ১ অক্টোবর বৃহস্পতিবার এই সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। যার স্মারক নং-১০২২, তাং-০১/১০/২০১৫ইং। এর সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোঃ শাহেদুল ইসলাম বলেন-রামু থানার মামলা নং-৩৯, জি.আর ৩০৬/১২, তাং-৩০/০৯/২০১২ইং (দ:বি:-২৯৫/২৯৫(ক)/১৫৩(ক)/৫০৫/১০৯/৩৪) মামলাটির অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য-রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ জামায়াত রাজনীতির সাথে জড়িত। এই তোফায়েল গত ২০১২ সালে রামু সহিংসতার ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়ে ছিলেন। এঘটনায় দায়েরকৃত সব কটি মামলার চার্জসীটভূক্ত আসামী সে। ২০১৩ সালের ২৯ নভেম্বর একবার গ্রেফতারও হয়েছিল। কয়েকবার জেল খেটে জামিনে মুক্তি পেয়ে স্বপদে বহাল ছিল এতদিন। ২০১৪ সালে মার্চ মাসে অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচনে কারাবন্দি জামায়াত নেতা তোফায়েল আহমদ নির্বাচিত হন। আপলোড : ২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২২ মিঃ