সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » ডে-নাইট ফুটবল টুনামেন্টের উদ্বোধন
ডে-নাইট ফুটবল টুনামেন্টের উদ্বোধন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ফুটবলকে এগিয়ে দিতে কাজ করছে সরকার ৷ আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের ক্রীড়াঙ্গন পেয়েছে পূর্ণাঙ্গতা ৷ যা আর কোন সরকারের আমলে হয়নি ৷ জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ক্রীড়া, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত্, যোগাযোগসহ দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে ৷
তিনি রোববার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রহিমপুর গ্রামে ফুটন্ত গোলাপ স্পোটিং ক্লাব আয়োজিত ‘৩য় ফুটন্ত গোলাপ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷ উদ্বোধকের বক্তব্য রাখেন শিল্পপতি ও সমাজসেবক মাহবুব মিয়া ৷ উদ্বোধনী খেলায় রুমেল একাদ্বশ-বেটুয়ারমুখ ১-০ গোলে মামু-ভাগ্না একাদ্বশ-বলাউরা’কে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ৷
এলাকার মুরব্বী ইছবর আলীর সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি আনহার মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শংকর চন্দ্র ধর, সমাজসেবক আতাউর রহমান কালু মিয়া, খাজাঞ্চী ইউপির মেম্বার আবদুল কাদির সমজিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ছইফ উল্লা, এলাকার মুরব্বী উস্তার আলী গেদা, মন্তাজ আলী, আওয়ামী লীগ নেতা আখদ্দুছ আলী, শানুর আলী, রইছ আলী, দশঘর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল বাহার আনা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমীন, সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু, অর্থ সম্পাদক সেলিম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক শংকর বিহারী দাশ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ ৷