রবিবার ● ১৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাঁশখালীতে ৫ শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে : টিপু
বাঁশখালীতে ৫ শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে : টিপু
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তিনি বলেছেন, শ্রমিকেরা রমজান চলাকালে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, যখন তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবিতে আজ সকালে যখন মালিক পক্ষের সাথে বৈঠক করছিল তখন বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘরের বাইরে সমবেত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলা, গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং শতাধিক শ্রমিক আহত হন।
আবু হাসান টিপু বলেছেন বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠূ তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের সকল দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।