সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গৃহবধুকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম ও পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় জুঁই চাকমার নিন্দা
গৃহবধুকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম ও পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় জুঁই চাকমার নিন্দা
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সংগঠক জুঁই চাকমা সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়ায় মারমা এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সংগ্রামী নারী জুঁই চাকমা বলেছেন, আজ ১৮ এপ্রিল রবিবার রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়ায় মারমা এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা। স্থানীয় যুবক থুইমং মারমা জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গৃহবধুর হাতে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মাথা, গলা, হাতে পায়ে মারাত্মক জখম করে গৃহবধুকে হত্যার চেষ্টা করে।
থুইমং মারমা বিবাহিত একজন যুবক হয়েও মারমা সম্প্রদায়ের অপরের স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এভাবেই কুপিয়ে জখম করা কোন সভ্য সমাজের মানুষের কাজ হতে পারেনা। এছাড়া গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা, ব্যর্থ হয়ে গৃহবধুর হাতে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনতাই এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গৃহবধুকে হত্যার চেষ্টা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। রেগ্গা মারমার ছেলে থুইমং মারমাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জরুরী।
গতকাল ১৭ এপ্রিল শনিবার সকালে চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চায়না কোম্পানীর কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নিরীহ শ্রমিকেরা রমজান চলাকালে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, যখন তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবিতে যখন মালিক পক্ষের সাথে বৈঠক করছিল তখন বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘরের বাইরে সমবেত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলা, গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং আহত ৩২, গুলিবিদ্ধ ২৪, গুরুতর আহত ৬ শ্রমিক এর ওপর গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
তিনি আরো বলেন, গত ২৪ ফেব্রুয়ারী-২০২১ তারিখ দিন দুপুরের রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে ঢুকে বুকে পিস্তল ঠেকিয়ে ৩৪নং রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সমর বিজয় চাকমা (৩৮) কে হত্যা করেছে সন্ত্রাসীরা। সমর বিজয় চাকমার হত্যাকারীকে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি।
একটি আপরাধের শাস্তি কিংবা বিচার না হলে আরেকটি অপরাধ করার সাহস পায় সন্ত্রাসীরা।
জুঁই চাকমা বলেন, অপরাধী যতই ক্ষমতাধর হোক অনতিবিলম্বের দোষিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আবশ্যক।