সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে দুই সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ
পটুয়াখালীতে দুই সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ
এইচ এম মোশারেফ হোসেন সুজন, পটুয়াখালী জেলা প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো. নাসির চৌকিদার (৫৫) এর মেয়ে মোসাম্মদ সাথী আক্তার (২৬) কে স্বামী মো. কামাল মৃধা (৪০) শারিরীক নির্যাতন করেন। বর্তমানে সাথী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সার্জারি ওয়ার্ড ২০ নাম্বার বেডে ভর্তি আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালে সাথী- কামাল ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পটুয়াখালি সদর উপজেলা মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়াগ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে মো. কামালের সাথে। সাথি দুটি সন্তান নিয়ে স্বামীর ঘর সংসার করে আসছে। সাথী কে যৌতুকের টাকার জন্য প্রতিনিয়াত মারধর করে আসছে বিবাহের ১ বছর যেতে না যেতেই, স্বামী কে বিদেশ যাওয়ার জন্য টাকা দেওয়া হয়। বাংলাদেশে আশার পরেও একে একে কয়েক বার বাবার বাড়ি থেকে সাধ্যমত টাকা এনে দিলে ও স্বামীর মন মতো না হলে সাথী কে বিভিন্ন ভাবে অত্যাচার করত, তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্যায় অত্যাচার সহ্য করে আসছে। সাথীর বিবাহের পরেও বাবা মা প্রতি মাসেই চাল ডাল সাথীর গায়ের পোশাক দিতেন যাতে মেয়ের উপরে নির্যাতন না করে। গতকাল ১৮ এপ্রিল রবিবার সকল ১০ ঘটিকার সময় সাথীকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলেন স্বামী কামাল মৃধা। সাথী টাকা বিষয় অপারগতা প্রকাশ করায়, স্বামী কামাক ক্ষিপত হয়ে পরনের প্যান্টের বেল্ট খুলে অমানবিক নির্যাতন করেন। জীবন বাঁচাতে ঘরের বাহির হলে সাথীকে ধারালো দাও দিয়ে কুপিয়ে মেরেফেলার উদ্দেশ্য দাওয়া করে, সাথী পালিয়ে প্রতিবাসির ঘরে গিয়ে আশ্রয় নেয়। প্রতিবেশীরা উদ্ধার করে সাথীর বাবা মা’য়ের কাছে পৌঁছে দেয়। ভুক্তভোগি সাথীর বাবা জাতীয় সিএইটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার মেয়ে কে শারীরিক ও মানষিক নির্যাতন করেছেন, সাথী এখন অসুস্থ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছে আমি পটুয়াখালী প্রশাসনিক আইনে সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি। সাথী নিজে বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় লেখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন : মো. কালাম মৃধা (৪০), মো. দুলাল মৃধা (৫০) পিতা মো. সিদ্দিক মৃধা,মো. ছোরাব (৫৫) বোতল বুনিয়া গ্রাম, মাদারবুনিয়া ইউনিয়ন। এ বিষয় পটুয়াখালী সদর থানার ওসি আকতার মোরশেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।