সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে চালক নিহত : আহত-২
রাঙামাটিতে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে চালক নিহত : আহত-২
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে ফলবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাহাড়ের নিচে পড়ে গাড়ি চালক ঘটনাস্থলে মারা গেছেন।
আজ সোমবার ১৯ এপ্রিল সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউপির দেপ্পোছড়িতে এ ঘটনা ঘটে।
নিহত চালক সবুজ মিয়া রাঙামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকার আলী আকবর এর ছেলে। আহত দু’জন হলেন : রাউজান উপজেলার ফকিরহাট এলাকার রতন দাশ (৪৫) ও রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পিয়াস উদ্দিন (২৩)।
পুলিশ সূত্রে জানাযায়, আজ সোমবার সকালে চট্টগ্রাম থেকে একটি মিনি ট্রাক (চট্ট মেট্রো-ন-২৪১৮) ফল বোঝাই করে রাঙামাটি শহরে আসার সময় মিনি ট্রাকটি দেপ্পোছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক নিহত হয়। এসময় মিনি ট্রাকের হেলপারসহ দু’জন আহত হয়। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।