সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরবাস » মোহাম্মেদ অহিদ উদ্দিন লক্সফোর্ড কাউন্সিলে প্রার্থী
মোহাম্মেদ অহিদ উদ্দিন লক্সফোর্ড কাউন্সিলে প্রার্থী
সংবাদ বিজ্ঞপ্তি :: আগামী ৬ মে রেডব্রিজ কাউন্সিল উপনির্বাচনে চ্যাম্পিয়ন কমিউনিটি নেতা মোহাম্মেদ অহিদ উদ্দিন লক্সফোর্ড কাউন্সিলে প্রার্থী হয়েছেন ।
মোহাম্মেদ অহিদ উদ্দিন ২০১৫ সাল থেকে রেডব্রিজে বসবাস করছেন । তিনি কমিউনিটি এবং সমাজের সেবার জন্য গত ৪০ বছর ধরে প্রচুর কাজ করেছেন।
মোহাম্মেদ অহিদ উদ্দিন বর্তমানে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের ( একটি স্বেচ্ছাসেবী বাংলাদেশী সংস্থা ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন আত্মনিবেদিত লিবারেল ডেমোক্র্যাটস মোহাম্মেদ অহিদ উদ্দিন বলেন, বছরের পর বছর ধরে বিরাজমান চ্যালেন্জ হিসেবে লক্সফোর্ডের পরিবেশের উন্নয়ন ঘটাতে আমি বদ্ধপরিকর। এখানে বহু কাজ করার সুযোগ রয়েছে। আমি বহু ভাষা জানি, ফলে বহু ভাষাভাষী স্থানীয় বাসিন্দাদের জন্য আবাসন এবং সমাজসেবাক্ষেত্রে বহু কাজ করার একটি বাড়তি সুবিধা আমার রয়েছে।
বর্তমান লেবার কাউন্সিলের অধীনে লক্সফোর্ড এবং রেডব্রিজে অনেক কাজ এখনো বাকি আছে। এই লেবার কাউন্সিল ধারাবাহিকভাবে স্থানীয় জনগণের কথা বলা বা তাদের পরামর্শ দেওয়ার সুযোগ হ্রাস করেছে । সুতরাং রেডব্রিজকে একদলশাসিত এলাকায় পরিণত করতে দেওয়া যাবে না। লিবডেমের কাউন্সিলর হিসেবে মোহাম্মেদ অহিদ উদ্দিন লক্সফোর্ডর সকল মানুষের পক্ষে দৃঢ়তার সঙ্গে তাদের সমস্যা সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রেডব্রিজকে সুন্দর একটি বাসযোগ্য স্থানে পরিণত করার জন্য লিবারেল ডেমোক্র্যাটসরা তিনটি পরিকল্পনার বিষয়ে অগ্রাধিকার দিতে চায়।
স্থানীয় গণতন্ত্র
লেবার পরিচালিত এই কাউন্সিলটির প্রশাসন সবকিছুতেই গোপনীয়তা এবং স্বৈরাচারী নীতি দ্বারা পরিচালিত। সাধারণ মানুষ যেসব কর্মকান্ডের দ্বারা প্রভাবিত সে সব বিষয়ে তাদের মতামত কখনো গ্রহণ করা হয় না। আমরা চাই স্থানীয় এরিয়া কমিটিসমূহ স্থানীয় সমস্যা নিয়ে বাসিন্দাদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করবে। যাতে সবাই জানতে পারে কখন কি কাজ করা হচ্ছে।
পরিবেশ আমরা রেডব্রিজকে প্রকৃতঅর্থে একটি ‘অতি সবুজ’ কাউন্সিল হিসেবে দেখতে চাই। যেখানে পরিবেশ দূষণমুক্ত রাখতে বেশি বেশি করে রিসাইকেলিং-এর পদক্ষেপ করতে হবে। এ ছাড়া রডিং নদীর তীর পরিস্কার করতে হবে।
আমাদের কমিউনিটি আমরা আবাসনের জন্য একটি উন্নত মানদন্ড স্থাপন করতে চাই। শক্তিশালী স্থানীয় পুলিশ বাহিনী চাই এবং কমিউনিটিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার চাই। আমরা চাই ইলফোর্ড লেনে পতিতাবৃত্তির আড়ালে বিরাজমান সন্ত্রাসী দলের তৎপরতার বিরুদ্ধে জোরদার পুলিশি অভিযান।