সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » হেফাজত আমির তার সমস্ত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন (ভিডিও বার্তাসহ)
হেফাজত আমির তার সমস্ত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন (ভিডিও বার্তাসহ)
ষ্টাফ রিপোর্টার :: হেফাজতে ইসলাম আমির জুনায়েদ বাবুনগরী গত কয়েকদিন ধরে গ্রেপ্তার হওয়া দলের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ হেফাজতের সকল “ওলামা-মাশায়েখ” এবং এর সমস্ত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
আজ ১৯ এপ্রিল সোমবার রাতে একটি ভিডিও বার্তায় হেফাজত প্রধান সরকারকেও দাবি করেছেন যে নেতারা তাদের বিরুদ্ধে “মিথ্যা” মামলা দায়ের করা বন্ধ করুন এবং তাদের হয়রানি ও গ্রেপ্তার করা বন্ধ করুন।
বাবুনগরী দাবি করেছেন যে কয়েকটি মহল এই প্রচার চালাচ্ছে যে হেফাজতে ইসলাম একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার সাথে জড়িত।
তিনি সরকার ও দেশের জনগণকে এটিকে ‘নির্মম মিথ্যা’ বলে অভিহিত করে এই প্রচারের প্রতি মনোযোগ না দেওয়ার অনুরোধও করেন।
হেফাজতের কোনও রাজনৈতিক দলের কোনও যোগসূত্র থাকার কোনও প্রমাণ না থাকলেও বাবুনগরী বলেন, তবুও হেফাজত নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও আলেম-ওলামাকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়।
“এটা কী ধরনের নিপীড়ন। একটি দেশ এভাবে চালানো যায় না,” তিনি বলেছিলেন।
বাবুনগরী বলেন, ২০১৩ সালে যে মামলাগুলি করা হয়েছিল তার অধীনে হেফাজত নেতাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
হেফাজত আমির জানিয়েছেন, ২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে হাটহাজারী বা ব্রাহ্মণবাড়িয়ায় তাদের কোনও কর্মসূচি ছিল না।
তিনি বলেন, “হেফাজতের লক্ষ্য কোনও রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা বা কোনও রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করা নয়। আমাদের লক্ষ্য আল্লাহর জমিতে মুহাম্মদ (সাঃ) এর এজেন্ডা প্রতিষ্ঠা করা,” তিনি বলেছিলেন।
“আমরা নৈরাজ্য, অশান্তি ও জঙ্গিবাদ চাই না,” বাবুনগরী আরও বলেছিলেন।
প্রায় ২০ মিনিটের দীর্ঘ ভিডিও বার্তা শেষে বাবুনগরী সরকার, প্রশাসন ও দেশের জনগণের দোয়া ও সুখ শান্তি কামনা করেছেন।