মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
রাউজানে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দৃর্বৃত্তরা। আজ ১৯ এপ্রিল সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি ও স্থানীয় ইউপি সদস্য প্রদীপ দাশ এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘তাঁর পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা বিষ প্রয়োগ করে প্রায় ৪টন মাছ মেরে ফেলেছে। এই ঘটনায় তিনি একটি রাউজান থানায় অভিযোগ দিয়েছি বলে জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, তার নির্বাচনী এলাকায় বাড়ির পাশে ৫বছরের জন্য ইজারা নিয়ে বিগত ৪ বছর যাবত তিনি মৎস্য চাষ করেন। গতকাল রাতে কে বা করা বিষ ঢেলে আনুমানিক ৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। সকালে পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ দিয়েছি।
পুলিশ অভিযোগ পেয়ে সোমবার দুপুরে দিকে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, বিষ প্রয়োগ করে এক পুকুর মাছ মেরে ফেলার অভিযোগ পেয়েছি।