মঙ্গলবার ● ১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহ্মুদ জিন্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ৷
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ওই কারখানার ৩৫ জন শ্রমিককে শোকজ করার প্রতিবাদে এবং বাত্সরিক ছুটির টাকার দাবিতে ১ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ওই কারখানার শ্রমিকরা ৷ এর আগে সকাল ৯ টার দিকে কারখানার ভেতর শ্রমিকরা কর্মবিরতি পালন করে ৷
সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ভেতর পুলিশ দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ পরে শ্রমিকরা বিষয়টি কারখানার কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ পুলিশকে কারখানা থেকে সরাবে না বলে জানায় ৷ এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে ৷ পরে পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় ৷ পরে শ্রমিকরা কারখানার পাশে একটি মাঠে অবস্থান নেয় ৷
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ওসি মো. আব্দুল খালেক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শ্রমিকরা সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কারখানা এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
উল্লেখ্য, গত সোমবার সকালে শ্রমিকরা একই দাবিতে দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচী পালন করে ৷