মঙ্গলবার ● ১ মার্চ ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাবনা প্রতিনিধি :: পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রফেসর শিবজিত নাগ ২৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি রবিউল ইসলাম পেয়েছেন ২৪ ভোট ৷ আঁখিনূর ইসলাম রেমন ৩০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি সৈকত আফরোজ আসাদ পেয়েছেন ২৩ ভোট ৷ সহ-সভাপতি পদে কামাল আহমেদ সিদ্দিকী পেয়েছেন ২৯ ভোট ৷ সহ-সম্পাদক পদে জি কে সাদী পেয়েছেন ২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শফি ইসলাম পেয়েছেন ২৬ ভোট৷ অর্থ সম্পাদক পদে নরেশ মধু পেয়েছেন ২৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুশীল তরফদার পেয়েছেন ২৫ ভোট৷ কল্যাণ সম্পাদক পদে সরোয়ার মোর্শেদ উল্লাস পেয়েছেন ২৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল জব্বার পেয়েছেন ২ ভোট৷ ক্রীড়া সম্পাদক পদে আবুল এহসান এলিচ পেয়েছেন ৩১ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আকম মোস্তাফিজুর রহমান চন্দন পেয়েছেন ২২ ভোট ৷ দপ্তর সম্পাদক পদে এসএম আলাউদ্দিন পেয়েছেন ২৯ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুবায়েদ হোসেন খান মামুন পেয়েছেন ২৫ ভোট৷ কার্যনির্বাহী সদস্য পদে আনোয়ারম্নল হক পেয়েছেন ৩০ ভোট, মুহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন ৩০ ভোট, মোসতাফা সতেজ পেয়েছেন ৩২ ভোট, এম জি বিপ্লব চৌধুরী পেয়েছেন ২৮ ভোট, অ্যাডভোকেট মুরশাদ সুবহানী পেয়েছেন ৩২ ভোট, কৃষ্ণ ভৌমিক পেয়েছেন ২৭ ভোট ও কাজী মাহবুব মোর্শেদ বাবলা পেয়েছেন ২৮ ভোট ৷ এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এবাদত আলী তিনি পেয়েছেন ২৬ ভোট, মোফাজ্জল হোসেন তিনি পেয়েছেন ২৬ ভোট, আবু হাসনা মোহাম্মদ আইয়ুব পেয়েছেন ২৫ ভোট, আব্দুর রশিদ পেয়েছেন ২৬ ভোট এবং কানু সান্যাল পেয়েছেন ২৪ ভোট ৷
এছাড়া সহ-সভাপতি পদে আখতারম্নজ্জামান আখতার (২৭ ভোট) ও মির্জা আজাদ (২৭ ভোট) এবং সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে ছিফাত রহমান সনম (২৭ ভোট) ও আহমেদ হুমায়ুন কবির তপু (২৭ ভোট) সমান সংখ্যক ভোট পাওয়ায় আগামী ১৮ মার্চ পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন ৷
সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যনত্ম প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ মোট ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ৷ ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মির্জা আজিজুর রহমান ৷ কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শাহজাহান আলী মন্ডল ও অধ্যাপক পরিতোষ কুন্ডু ৷