বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বাঁশখালী কায়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে আহত আরও ১ শ্রমিকের মৃত্যু
বাঁশখালী কায়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে আহত আরও ১ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম :: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গোন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে আহত আরও এক শ্রমিক মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা হলো ছয়।
আজ বুধবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিমুল আহমেদ (২২) সিলেট জেলার বাসিন্দা। তবে, তার বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।
চমেক পুলিশ বক্সের নায়েক শিলাব্রত দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএমসিএইচ-এর আইসিইউ ইউনিটে শিমুলের চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১৭ এপ্রিল বেতন-ভাতা নিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে পাঁচ শ্রমিক নিহত এবং আরও কয়েক ডজন শ্রমিক আহত হন।