বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনাকালিন অসহায় মানুষের পাশে প্রবাসী নাসির ও এসআই জহির
রাঙামাটিতে করোনাকালিন অসহায় মানুষের পাশে প্রবাসী নাসির ও এসআই জহির
ষ্টাফ রিপোর্টার :: মানুষ ফাউন্ডেশন চেয়ারম্যান কানাডা প্রবাসী নাসির কাশেম এর আর্থিক সহায়তায় রাঙামাটি শহরে শতাধিক পথচারী, ছিন্নমূল অসহায় হতদরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ ও এতিম শিশুরা পেল বিনা টাকায় ইফতারের খাদ্য সামগ্রী।
রাঙামাটি জেলা পুলিশের বিশেষ শাখার এসআই জহির এর সার্বিক ব্যবস্থাপনায় করোনারকালিন লকডাউনের মধ্যে প্রতিদিন ইফতারের পূর্ব মুহুর্তে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পথচারী, ছিন্ন মূল অসহায় মানুষ, নিম্ন আয়ের মানুষ ও এতিম মিশুদের মাঝে ধারাবাহিকভাবে ইফতারের খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে।
উল্লেখ্য যে,নাসির কাশেম গত ২০২০ সালেও রাঙামাটি শহরে করোনাকালীন শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। এসব এলাকার মধ্যে হচ্ছে : রাঙামাটি পৌর এলাকার পুরান জালিয়া পাড়া, নতুন জালিয়া পাড়া, পুরানবস্তি, ভেদভেদী, রিজার্ভ বাজারসহ ইত্যাদি এলাকায় করোনা ক্ষতিগ্রস্থ মানুষ অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। তারই ধারাবাহিকতায় এবার রমজানে ইফতার সামগ্রী বিতরন করছেন।
এবিষয়ে পুলিশের এসআই জহির বলেন, পুলিশ হচ্ছে জনগনের বন্ধু। পুলিশ মানুষের খুব কাছে যাওয়ার সুযোগ থাকে। আর এই সুযোগ মন থেকে চাইলে মানবিক কাজ করা সম্ভব। তাই তিনি চাকুরীর পাশাপাশি অবসর সময়টুকু মানবিক কাজে ব্যয় করছেন।