বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জেরার জেরে বাদী -আইনজীবীর মারামারি
গাজীপুরে জেরার জেরে বাদী -আইনজীবীর মারামারি
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর আদালতে বাদিকে আসামি পক্ষের আইনজীবীর জেরা করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে ৷
২৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে গাজীপুর কোর্ট চত্বরে এক আইনজীবীর চেম্বারে এ ঘটনা ঘটে ৷
আহত আইনজীবীর নাম হাবিবুর রহমান (৪০) ও আহত বাদি গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন এলাকার আব্দুর রহমানের ছেলে ছামিন উদ্দিন (৪৮)৷ তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে চিকিত্সা নিয়েছেন ৷
আইনজীবী হাবিবুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, জয়দেবপুর থানার একটি মারামারি মামলায় তিনি আসামি পক্ষের আইনজীবী ৷ সোমবার গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় বাদি ছামিন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন ৷ আর এরই জেরে বিকেল সোয়া ৩টার দিকে বাদি ছামিন উদ্দিন তার চেম্বারে ঢুকে আদালতে জিজ্ঞাসাবাদের সময় তাকে কেন সন্ত্রাসী বলা হয়েছে তা জানতে চায় ৷
এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ৷ এক পর্যায়ে ছামিন উদ্দিন আইনজীবী হাবিবুর রহমানকে কিল-ঘুষি মারতে থাকেন ৷ এসময় ঘটনাস্থলে থাকা আইনজীবীর সহকারী ছামিন উদ্দিনকে মারধর করে ৷ এসময় দুইজন আহত হয়েছেন ৷ পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া যাওয়া হয় ৷
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আবাসিক চিকিত্সক ডা. মো. আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ছামিন উদ্দিনের মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে ৷ আইনজীবীর মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে ৷ তবে দুইজনই শঙ্কা মুক্ত ৷
এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, উভয়ই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৷ এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷