বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » জরুরী ভিত্তিতে বিকল্প উৎস থেকে টিকা আমদানি করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
জরুরী ভিত্তিতে বিকল্প উৎস থেকে টিকা আমদানি করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে জরুরী ভিত্তিতে বিকল্প উৎস থেকে করোনার টিকা আমদানীতে কার্যকরী উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই ব্যাপারে চীন-রাশিয়াসহ যে সকল দেশ টিকার রপ্তানীতে আগ্রহ দেখিয়েছে তাদের সাথে নীতিনির্ধারক পর্যায়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের উপর একমাত্র নির্ভরতার ভুল ও হঠকারি পদক্ষেপের কারণেই আজ টিকার সংকট দেখা দিয়েছে। সব ডিম এক খাঁচায় রাখতে যেয়ে আজ সরকার দেশবাসীকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিবেচনায় করোনার টিকা উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের প্রস্তাবকে নাকচ করে দেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি বাইরের প্রযুক্তি ব্যবহার করে দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিতে এবং টিকা উৎপাদনে দেশে যারা তৎপর তাদেরকেও সহযোগিতা প্রদানের দাবি জানান।
তিনি ১৮ বছরের উপরে বাংলাদেশের সকল মানুষকে সরকারি উদ্যোগে টিকা প্রদানের কার্যক্রমের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
তিনি এ ব্যাপারে দেশের প্রতিষ্ঠিত জনশক্তি ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত অবকাঠামোকে কাজে লাগানোরও আহ্বান জানান।
তিনি করোনা মোকাবেলার সমগ্র বিষয়টিকে রাজনৈতিক বিবেচনায় না দেখে স্বাস্থ্যগত দুর্যোগ উত্তরণের বিষয় হিসাবে দেখা এক সংক্রান্ত গবেষক, বিশেষজ্ঞ ও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনগণকেও দায়িত্বশীল হবার আহ্বান জানান।