বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে ছাত্রলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় যুবক গ্রেপ্তার
জয়পুরহাটে ছাত্রলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় যুবক গ্রেপ্তার
জয়পুরহাট :: জয়পুরহাটের কালাইতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. আমানুল্লাহ আমান (১৯) জয়পুরহাটের কালাই উপজেলার মাধাপাড়া গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অভিযুক্ত আমানকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতের হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
কালাই থানা সূত্র জানিয়েছে, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মঈনুল ইসলাম জাজু সম্প্রতি তার ফেসবুক পেজে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা রফিকুল ইসলাম মাদানি ও মামুনুল হককে গ্রেপ্তারের ঘটনায় একটি স্ট্যাটাস দেন। পরে আমানউল্লাহ আমান তার ফেসবুক একাউন্ট থেকে ছাত্রলীগ নেতার ওই পোস্টের নিচে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করেন। যে মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাও বেড়ে যায়। এ ঘটনায় আমানউল্লাহ আমানের বিরুদ্ধে কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাফিকুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। এরপর পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌহিদ গণমাধ্যমকে বলেন, ‘বুধবার বিকেলে ওই মন্তব্য দেখার পর আমি থানায় মামলাটি করেছি। মন্তব্যকারীর আইডিটি ছিল আমান খান নামে। পোস্টে তার মন্তব্যটি খুবই আপত্তিকর ছিল।’